রাজ্য

হাসনাবাদে রোগিণীকে বেহুঁশ করে ধর্ষণ, গ্রেপ্তার চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: চিকিৎসকদের ন্যায়বিচারের দাবিতে এখনও রাজপথ ছাড়েনি ‘উই ওয়ান্ট জাস্টিস’ পার্টি। অস্তিত্ব মেলে ধরার প্রয়াস পুরোদমে চলছে ‘শূন্য হয়ে যাওয়া’ রাজনৈতিক দলের তরফে। এই আবহেই কুকীর্তির পর্দাফাঁস হল এক চিকিৎসকের। চিকিৎসার নামে এক রোগিণীকে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ উঠল কীর্তিমান ডাক্তারের বিরুদ্ধে। এখানেই অবশ্য কীর্তির ইতি নয়। অজ্ঞান অবস্থায় মহিলার আপত্তিকর ছবি ক্যামেরাবন্দিও করে সে। আর সেই ছবি সমাজমাধ্যমে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে লাগাতার চালিয়ে যায় যৌননিগ্রহ এবং ধর্ষণ। আরও একধাপ এগিয়ে গোটা বিষয়টি ‘ম্যানেজ’ করার জন্য মহিলার কাছে মোটা অঙ্কের টাকাও দাবি করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে গুণধর চিকিৎসক নুর আলম সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনাটি হাসনাবাদ থানার অন্তর্গত বরুণহাট এলাকার। মঙ্গলবার ধৃতকে বসিরহাট আদালতে তোলা হলে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জবানবন্দি নেওয়া হয়েছে ওই নির্যাতিতারও। এই মহিলার হয়ে কেউ কি ‘জাস্টিস’ চাইবেন? প্রশ্ন তুলছেন বসিরহাটের মানুষ।
বরুণহাট এলাকার নির্যাতিতা গৃহবধূর স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। ওই বাড়িতে একাই থাকতেন তিনি। আর জি কর আবহে যখন তোলপাড় গোটা রাজ্য, তখনই ওই মহিলা হয়ে ওঠেন চিকিৎসকের ‘সফ্ট টার্গেট’! মাসখানেক আগে গৃহবধূ অসুস্থ হয়েছিলেন। তিনি দ্বারস্থ হন স্থানীয় হাতুড়ে চিকিৎসক নুর আলম সর্দারের। মহিলাকে বলা হয়, ওষুধ খেলে রোগ সারতে সময় লাগবে। ইঞ্জেকশন দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। চিকিৎসকের কথা মতো ইঞ্জেকশনও নেন ওই মহিলা। চিকিৎসকের কথা মতো চেম্বারে কিছুক্ষণ বসে থাকেন ওই মহিলা। অভিযোগ, তারপরই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। ধীরে ধীরে সংজ্ঞাও হারিয়ে ফেলেন। এরপর তাঁকে পাশের বেডে নিয়ে যায় চিকিৎসক। আর বেহুঁশ অবস্থাতেই ধর্ষণ করে বলে অভিযোগ। পাশাপাশি সেই ছবিও তোলে চিকিৎসক নুর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী টাকাও দাবি করা হয় বলে দাবি মহিলার স্বামীর। তিনি বলেন, ‘আমি বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগায় ওই চিকিৎসক। রোগ সারানোর নাম করে আমার স্ত্রীকে লাগাতার ধর্ষণ করা হয়েছে। রবিবার স্ত্রী গোটা বিষয়টি আমাকে জানায়। তারপর আমি বাড়ি ফিরে থানায় অভিযোগ জানাই।’ পুলিস গ্রেপ্তার করেছে ওই ডাক্তারকে। তিনি আরও বলেন, ‘টাকা চেয়ে চিকিৎসকের ক্রমাগত চাপে আমার স্ত্রী আত্মহত্যার চেষ্টাও করেছেন। একজন চিকিৎসকের কাছে গিয়ে এভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে, তা জানা ছিল না। আমি এর জাস্টিস চাই।’ এ নিয়ে বসিরহাট পুলিস জেলার পুলিস সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ‘অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কী ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নুর আলম সর্দারের ডাক্তারির কোনও উপযুক্ত নথি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।’
4d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শুভ যোগাযোগ ও পরিকল্পনায় কাজকর্মে উন্নতি। ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা