রাজ্য

নবান্নে টাস্ক ফোর্সের বিশেষ বৈঠকে আলুর দাম অবিলম্বে কমাতে নির্দেশ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলুর দাম অবিলম্বে কমানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের নির্দেশ দিল রাজ্য সরকার। খুচরো বাজারের উপর নজরদারি বাড়ানো হবে বলে ঠিক হয়েছে। মঙ্গলবার নবান্নে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্য পরিস্থিতি পর্যালোচনা করতে টাস্ক ফোর্সের বিশেষ বৈঠক ডেকেছিল রাজ্য সরকার। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়া ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের অফিসার ও পুলিস কর্তারা পাশাপাশি ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। কলকাতা সংলগ্ন জেলাগুলির জেলাশাসকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। 
নবান্ন সূত্রের খবর, বৈঠকে আলুর দাম বিস্তারিত আলোচনা হয়। হিমঘর থেকে বেরনোর পর জ্যোতি আলুর দাম কেজিতে ২৫ টাকায় নামাতে বলা হয়েছে। গত কয়েকদিন ধরে এই দাম বেড়ে ২৭ টাকা হয়। কলকাতার খুচরো বাজারে জ্যোতি আলুর দাম পৌঁছে যায় কেজি প্রতি ৩৫ টাকা। অথচ কয়েকদিন আগেও তা ছিল ৩১-৩২ টাকার আশপাশে। সরকারের তরফে এদিনও আলু ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে, এবার ৩০ নভেম্বরের নির্ধারিত সময়ের পর হিমঘর চালু রাখার সময়সীমা আর বাড়ানো হবে না। এখন হিমঘর থেকে কম পরিমাণে আলু বের করলে ব্যবসায়ীরা পরে কিন্তু সমস্যায় পড়তে পারেন। ৩০ তারিখের পর হিমঘরে মজুত সব আলু বের করে দিতে হবে। ব্যবসায়ীদের এও জানিয়ে দেওয়া হয়, হিমঘরের আলুর উপর আর খুব বেশিদিন নির্ভর করতে হবে না। উত্তরপ্রদেশ থেকে নতুন আলু তাড়াতাড়িই বাজারে চলে আসবে। কলকাতার পাইকারি বাজারে ইউপির আলু ২২ টাকা কেজি দামে পৌঁছে যাবে বলে জানিয়ে দেন সরকারি কর্তা। 
নবান্নের বৈঠকে আলু ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয় যে, অতিবৃষ্টি ও শ্রমিকদের উপস্থিতি কমে যাওয়ার কারণেই হিমঘর থেকে কয়েকদিন আলু কম বেরিয়েছিল। তাই দাম অল্প বেড়েছে। দাম ফের কমে যাবে। অন্যদিকে, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় দাবি করেন, হিমঘরে দাম কেজিতে মাত্র ১ টাকার মতো বেড়েছিল। দাম যা বেড়েছিল তাতে খুচরো বাজারে ৩৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি হওয়ার কথা নয়। 
টাস্ক ফোর্সের সদস্য কমল দেন বৈঠকে জানান, তাঁরা খোঁজ-খবর নিয়ে দেখেছেন, কলকাতার বাজারে যেসব জেলা থেকে মূলত সব্জির সরবরাহ হয় (দুই ২৪ পরগনা ও নদীয়া) সেখানকার মধ্যে একমাত্র বনগাঁর কিছু এলাকা ছাড়া অতিবৃষ্টিতে কোথাও সব্জির ক্ষতি হয়নি। কলকাতার পাইকারি বাজারে সব্জির দাম এখন কিছুটা কমেছে। তা সত্ত্বেও খুচরো বাজারে, তুলনামূলকভাবে সব্জির দাম বেশি। তাই সরকারি নজরদারি বাড়ানো হবে বলে বৈঠকে ঠিক হয়। সব্জির গাড়ি থেকে যাতে মাত্রাতিরিক্ত পুজোর চাঁদা আদায় না করা হয় তার জন্য উত্তর ২৪ পরগনার জেলাশাসককে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
14h 14m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা