খেলা

দুর্গ অক্ষত রেখেই হায়দরাবাদের বিরুদ্ধে জয় চান হোসে মোলিনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মরশুমের তৃতীয় অ্যাওয়ে ম্যাচ খেলতে মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদে পা রাখল মোহন বাগান। বুধবার সন্ধ্যায় তাদের ম্যাচ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। চলতি আইএসএলে এখনও পর্যন্ত একটি ম্যাচ কলকাতার বাইরে খেলেছে সবুজ-মেরুন ব্রিগেড। বাগিচা শহরে সেই ম্যাচে তিন গোলে হারতে হয়েছিল হোসে মোলিনার দলকে। তাই নিজামের শহরে তিন পয়েন্টের সঙ্গে দুর্গ অক্ষত রাখার চ্যালেঞ্জ আলবার্তো রডরিগেজ, টম আলড্রেডদের। এই মুহূর্তে পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে মোহন বাগান। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে চার পয়েন্ট নিয়ে একাদশ স্থানে হায়দরাবাদ। 
মঙ্গলবার সকালে কলকাতায় অনুশীলন করে দুপুরের বিমানে হায়দরাবাদ পৌঁছন মনবীর সিংরা। অনিশ্চয়তার মেঘ কাটিয়ে দলের সঙ্গে গিয়েছেন আপুইয়া। এদিন চূড়ান্ত মহড়ায় বেশ সাবলীল ছিলেন তিনি। তবে চোটের কারণে কলকাতায় রয়ে গিয়েছেন আশিক কুরুনিয়ান। আশিস রাই ও সাহাল আব্দুল সামাদ পুরো ফিট। হায়দরাবাদের বিরুদ্ধে মাঝমাঠে অনেকগুলি বিকল্প পাচ্ছেন কোচ মোলিনা। এই মোহন বাগানে সবচেয়ে দুর্বল জায়গা রক্ষণ। ড্যামেজ কন্ট্রোলে তাই জোড়া বিদেশি ডিফেন্ডারের ফর্মুলায় আস্থা রেখেছেন মোলিনা। ক্লিনশিটের সাফল্যও এসেছে গত দু’টি ম্যাচে। তবে সেক্ষেত্রে আক্রমণে মাত্র দুই বিদেশিকেই ব্যবহার করতে পারছেন সবুজ-মেরুন কাণ্ডারি। উল্লেখ্য, থংবই সিংটোর প্রশিক্ষণাধীন হায়দরাবাদ গত ম্যাচে মহমেডান স্পোর্টিংকে চার গোলে হারিয়েছে। তাই প্রথম ২০-২৫ মিনিট বিপক্ষকে পরখ করাই লক্ষ্য স্প্যানিশ কোচের। চূড়ান্ত একাদশ বুধবার সকালেই বেছে নেবেন মোলিনা। কলকাতা ছাড়ার আগে তাঁর বক্তব্য, ‘মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে হায়দরাবাদের ম্যাচ দেখেছি। সাবলীল আক্রমণাত্মক ফুটবল মেলে ধরে ওরা। তাই লড়াই বেশ কঠিন হবে। তবে তিন পয়েন্টের সঙ্গে আমাদের লক্ষ্য ক্লিনশিট বজায় রাখা। আশা করছি, সবুজ-মেরুন সমর্থকদের দীপাবলির মিষ্টিমুখ সুখকর হবে।’ 
ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।
 সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।  
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা