বিদেশ

নাসরাল্লার মৃত্যুর পর হিজবুল্লার নতুন প্রধান শেখ নইম কাশেম, উত্তর গাজায় ইজরায়েলি হানা, হত অন্তত ৯৩

দেইর আল-বালাহ: লেবাননের সশস্ত্র গোষ্ঠী  হিজবুল্লার নতুন প্রধান হলেন শেখ নইম কাশেম। গত ২৭ সেপ্টেম্বর বেইরুটে ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছিল হিজবুল্লার তৎকালীন প্রধান হাসান নাসরাল্লার। এরপর থেকেই তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে শুরু হয় জল্পনা। নাসরাল্লার মৃত্যুর পরে অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন কাশেমই। শেষপর্যন্ত তাঁকেই পরবর্তী প্রধান হিসেবে বেছে নিল হিজবুল্লার সর্বোচ্চ কমিটি শুরা কাউন্সিল। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কাশেম। ১৯৯১ সাল থেকে সংগঠনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি। এদিকে, মঙ্গলবার উত্তর গাজার বেইট লাহিয়ায় ইজরায়েলি হানায় কমপক্ষে ৯৩ জনের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ। এদিন একটি ছ’তলা আবাসিক ভবনে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জানা গিয়েছে, বাড়িটিতে বাস্তুহারা প্যালেস্তিনীয়রা আশ্রয় নিয়েছিলেন। 
গত কয়েকদিন ধরে ইজরায়েলি বাহিনীর নিশানায় ছিল উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির। গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মঙ্গলবারের হামলায় মৃতদের মধ্যে রয়েছে কমপক্ষে ১২ জন মহিলা ও ২০টি শিশু। এই করুণ দৃশ্য দেখে ভেঙে পড়েছেন কামাল আদোয়ান হাসপাতালের ডিরেক্টর ডাঃ হোসাম আবু সা঩ফিয়া। তাঁর কথায়, ‘স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি ভেঙে পড়েছে।’ ইজরায়েলি বাহিনীর অবশ্য দাবি, শুধু হামাস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। 
হামলার পাশাপাশি উত্তর গাজায় রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ বিলির কাজেও রাশ টানতে চাইছে ইজরায়েল। সোমবার এব্যাপারে দু’টি আইন পাশ করেছে ইজরায়েলি পার্লামেন্ট। আইন অনুযায়ী, ইজরায়েলের ভূখণ্ডে আর ত্রাণ বিলি করতে পারবে না প্যালেস্তিনীয় শরণার্থীদের জন্য তৈরি রাষ্ট্রসঙ্ঘের বিশেষ সংস্থা (ইউএনআরডব্লুএ)। রাষ্ট্রসঙ্ঘের এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল সরকার। নেতানিয়াহু প্রশাসনের এই পদক্ষেপের নিন্দায় সরব একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। এবিষয় ব্রিটিশ সংস্থা ক্রিশ্চিয়ান এইডের সদস্য উইলিয়াম বেলের মন্তব্য, ‘শীতকালে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। এই অবস্থায় গাজায় ত্রাণ বিলি বন্ধের এই সিদ্ধান্ত অত্যন্ত বিপজ্জনক ও নিষ্ঠুর।’ ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডারের কটাক্ষ, ‘তাহলে শিশুহত্যার এক নতুন উপায় খুঁজে পাওয়া গেল।’
এরইমধ্যে মঙ্গলবার লেবাননে অভিযান গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইজরায়েলি বাহিনী। আইডিএফ জানিয়েছে, লেবাননের অভিযানের লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমেউত্তর ভূখণ্ডে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছে নেতানিয়াহুর দেশ।
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা