রাজ্য

এনআইএ-সিবিআই বিজেপির শাখা সংগঠন অভিযোগ পার্থ ভৌমিকের

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়ি লক্ষ্য করে ২৮ আগস্ট গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্তে এনআইএ’র প্রতিনিধি দল সোমবার ভাটপাড়ায় আসে। মঙ্গলবার ফের তাঁর বাড়ির সামনে বোমা উদ্ধার হয়। তা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। 
এ প্রসঙ্গে সাংসদ পার্থ ভৌমিক বলেন, ‘এনআইএ, সিবিআই, ইডি বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। এনআইএ বিজেপির শাখা সংগঠন ছাড়া কিছু নয়।’ সাংসদের দাবি, ‘প্রিয়াঙ্গু নিজেই বাড়ির সামনে বোমা রেখেছে। কারণ কোনও উপায় না পেয়ে অর্জুন সিং এনআইএকে দিয়ে বিধায়ক সোমনাথ শ্যামকে ফাঁসাতে চাইছেন।’ মঙ্গলবার নৈহাটির ঐকতান মঞ্চে দলের বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করেন পার্থবাবু। সেখানে উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী সনৎ দে’র প্রশংসা করে বলেন, করোনাকালে উনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তা ভোলার নয়।  
নৈহাটিতে উপ নির্বাচন আসন্ন। সেই প্রসঙ্গে কিছুদিন আগে বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেছিলেন, ‘কেন্দ্রীয় বাহিনী মদ-মাংস খায়। সেটিং হয়ে যায়। টাকা-পয়সাও নেয়।’ এই মন্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠাবেন বলেও জানিয়েছেন পার্থ। তাঁর কথায়, এই ধরনের কথা আধাসেনার ভাবাবেগে আঘাত করতে পারে। 
উপ নির্বাচন প্রসঙ্গে সিপিএমের দৈন্য দশার কথা উল্লেখ করতে গিয়ে পার্থ ভৌমিক বলেন, প্রান্তিক পার্টিতে পরিণত হয়েছে সিপিএম। প্রার্থী খুঁজে পেল না। এর চেয়ে দুর্ভাগ্যের আর কি আছে। আমি বামপন্থী ভোটারদের কাছে বলব, আদর্শ বামপন্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি গরিব মানুষের কথা ভাবেন এবং তাঁদের হয়ে কাজ করেন। প্রকৃত বামপন্থীদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো। এদিনের সভায় সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, অশোক চট্টোপাধ্যায়ের বক্তব্য রাখেন।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা