বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

৫ হাজারের বেশি আরএমপি সার্টিফিকেট ইস্যু করেছেন ইউনানি মেডিসিনের কর্তা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাকার বিনিময়ে স্টেট কাউন্সিল অব ইউনানি মেডিসিনের কার্যনিবাহী রেজিস্ট্রার ইমতিয়াজ হুসেন পাঁচ হাজারের বেশি ব্যক্তিকে ভুয়ো রেজিস্টার্ড মেডিক্যাল প্র্যাকটিশনারের (আরএমপি) সার্টিফিকেট ইস্যু করেছিলেন। তদন্তে নেমে এই তথ্য হাতে আসছে পুলিসের। শাসক দলের স্নেহধন্য ইমতিয়াজ দুই দালালের মাধ্যমে প্রার্থী জোগাড় করতেন। প্রার্থীদের জাল সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি তাঁরা অন্য জাল নথি তৈরিতেও সাহায্য করেছেন বলে অভিযোগ। এদিকে গ্রেপ্তারের পরই অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ইমতিয়াজ। বেসরকারি জায়গায় উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার শিয়ালদহ আদালতে অভিযুক্তের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। যদিও আদালত তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে পুলিসকে রিপোর্ট জমা দিতে বলেছে।
পুলিস সূত্রে জানা যাচ্ছে, ইউনানির জাল আরএমপি সার্টিফিকেট ইস্যু করার চক্রের শিকড় অনেক গভীরে ছড়িয়ে রয়েছে। তবে ইমতিয়াজ শুধু একা নন, এতে আরও অনেকেই জড়িয়ে রয়েছেন। তদন্তকারীরা জেনেছেন, মাধ্যমিক পাশ নয়, এমন ব্যক্তিকে শিক্ষাগত যোগ্যতার ভুয়ো নথি তিনি তৈরি করে দিয়েছেন। খাতায় কলমে দেখিয়েছেন, তাঁদেরই অধীন কোনও প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। বাস্তবে ওই  প্রতিষ্ঠানের কোনও অস্তিত্ব নেই বলে জানা যাচ্ছে।  অথচ ওই সংস্থার নামে ভুয়ো অ্যাডমিট কার্ড, রোল নম্বর ইস্যু হয়েছে। কবে, কোথায়, কখন পরীক্ষা হয়েছে, তার জাল নথিও তৈরি করেছেন অভিযুক্ত ও তাঁর শাগরেদরা। এমনকী প্র্যাকটিক্যাল হয়েছে বলেও দেখানো হয়েছে। তদন্তকারীদের নজরে এসেছে, যে সমস্ত জায়গায় পরীক্ষার কথা বলা হয়েছে, সেগুলি খাতায় কলমে নেই।  এরপর এগুলির ভিত্তিতে জাল আরএমপি সার্টিফিকেট ইস্যু করেছেন ইমতিয়াজ। মুর্শিদাবাদ, মালদহ, নদীয়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই ভুয়ো ডিগ্রিধারীরা চেম্বার খুলে রোগী দেখছেন।এই ধরনের সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন  প্রার্থী অনুযায়ী টাকা নেওয়া হতো।  তবে কোনও ক্ষেত্রে অঙ্ক তিন লক্ষ টাকার নীচে ছিল না। এভাবে কোটি কোটি টাকা বেআইনি রোজগার করেছেন অভিযুক্ত। জালিয়াতি করে আসা টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন তিনি। কলকাতা সহ বিভিন্ন জায়গায় তাঁর একাধিক সম্পত্তি রয়েছে বলে জানা যাচ্ছে। 
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা