খেলা

মিডিওদের ব্যালন ডি’ওর উৎসর্গ রড্রির

প্যারিস: ক্রাচে ভর দিয়েই মঞ্চের দিকে এগিয়ে চললেন তিনি। ততক্ষণে সভায় হাজির প্রত্যেকে উঠে দাঁড়িয়ে করতালিতে অভিবাদন জানাচ্ছেন। পাশে বসা বান্ধবী লরার চোখে আনন্দাশ্রু। আধুনিক ফুটবলে স্ট্রাইকারদের দাপট থামিয়ে ২০২৩-২৪ মরশুমে ব্যালন ডি’ওর জিতলেন রড্রি। সঞ্চালক দিদিয়ের দ্রোগবা এগিয়ে এসে ক্রাচ দুটো সরিয়ে নিতেই বর্ষসেরা পুরস্কারের ট্রফিটা হাতে তুলে নিলেন ম্যান সিটির তারকা মিডিও। ভিনিসিয়াস জুনিয়রকে পিছনে ফেলে শেষ হাসি হাসলেন তিনি। মেসি-রোনাল্ডোর পরবর্তী সময়ে তাঁর হাতেই উঠল প্রথম ব্যালন ডি’ওর। উল্লেখ্য, তৃতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন রড্রি। এর আগে আলফ্রেডো ডি স্তেফানো (১৯৫৭, ১৯৫৯) ও লুই সুয়ারেজ (১৯৬০) ব্যালন ডি’ওর জিতেছিলেন।
কয়েকদিন আগেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে রড্রির। ফুটবল থেকে এখন অনেকটাই দূরে তিনি। তবে ব্যালন ডি’ওর পুরস্কার যেন এক লহমায় যাবতীয় কষ্টে প্রলেপ দিয়ে দিল। বললেন, ‘আমার ফুটবল কেরিয়ারের অন্যতম স্মরণীয় রাত। এই সাফল্য শুধু আমার নয়, স্প্যানিশ ফুটবলের। এমন অনেক ফুটবলার রয়েছেন, যাঁদের এই সম্মান পাওয়া উচিত ছিল। সেই সঙ্গে প্রতিটি মিডফিল্ডারকে এই পুরস্কার উৎসর্গ করতে চাই। আসলে ফুটবলে মিডিওদের সেভাবে কেউ মনে রাখে না। তবে আজ অনেকেই আমায় বলছে, এই সাফল্য অবশেষে পিছনের সারি থেকে তাদের সামনের দিকে টেনে তুলবে।’
২০২৪ ব্যালন ডি’ওর কে জিতবে, তা নিয়ে সোমবার দিনভর চলে একপ্রস্ত নাটক। অনেকেই বর্ষসেরা ফুটবলারের দৌড়ে ভিনিসিয়াস জুনিয়রকে এগিয়ে রেখেছিলেন। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে রড্রির নাম প্রকাশিত হতেই অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। এমনকী, ম্যান সিটির তারকা মঞ্চে হাজির হতে অনেকেই ভিনিসিয়াসের নামে স্লোগান তোলেন। রড্রি অবশ্য হাসি মুখেই গোটা বিষয়টাকে এড়িয়ে গেলেন। ঠিক যেভাবে ফুটবল মাঠে যে কোনও কঠিন মুহূর্তে ঠান্ডা মাথায় দলকে সাহায্য করে থাকেন।
মহিলাদের ব্যালন ডি’ওর ট্রফি জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। পুরুষদের বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। সেরা উদীয়মান ফুটবলার (রেমন্ড কোপা ট্রফি) লামিনে ইয়ামাল। আর বর্ষসেরা কোচ কার্লো আনসেলোত্তি।
7d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা