খেলা

কিউয়িদের হারিয়ে সিরিজ মান্ধানাদের

আমেদাবাদ: নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ হেরে মুখ পুড়েছিল রোহিতদের। এখনও ঝুলছে হোয়াইটওয়াশের খাঁড়া। এই আবহে ভারতীয় সমর্থকদের কিছুটা স্বস্তি দিলেন স্মৃতি মান্ধানারা। তিন ম্যাচের একদিনের সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারালেন ভারতীয় মেয়েরা। 
রবিবার সিরিজে সমতা (১-১) ফিরিয়েছিল সোফি ডিভাইনের দল। ফলে মঙ্গলবার মোতেরার লড়াই হয়ে উঠেছিল কার্যত ফাইনাল। তবে গত ম্যাচে পরাজয়ের ধাক্কা সামলে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরলেন হরমনপ্রীতরা। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরা স্মৃতি মান্ধানা। 
টস জিতে প্রথমে ব্যাট করে ভারতের সামনে বড় রানের টার্গেট রাখাই ছিল নিউজিল্যান্ডের লক্ষ্য। কিন্তু পর পর তিন উইকেট পতনে শুরুতে চাপে পড়ে যায় কিউয়িরা। এরপর জর্জিয়া প্লিমার (৩৯) ও ব্রুক হ্যালিডে (৮৬) কিছুটা লড়াই করলেও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ৪৯.৫ ওভারে ২৩২ রানে অল-আউট হয়। দীপ্তি শর্মা (৩-৩৯), প্রিয়া মিশ্র (২-৪১) বল হাতে সাফল্য পান।
জবাবে ভারতও ধাক্কা খায় শুরুতেই। শেফালি ভার্মার (১২) পর ফেরেন যস্তিকা ভাটিয়া (৩৫)। একটা সময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৯২। সেখান থেকে ক্যাপ্টেন হরমনপ্রীতের সঙ্গে জুটি  বেঁধে জয়ের পথ সুগম করেন স্মৃতি। ১২১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ভারতীয় ওপেনারটি। হাঁকিয়েছেন ১০টি বাউন্ডারি। তবে পরের বলেই বোল্ড হন তিনি। তাতে অবশ্য ভারতের কাঙ্ক্ষিত জয় আটকায়নি। ৪৪.২ ওভারে লক্ষ্যে (২৩৬-৪) পৌঁছয় টিম ইন্ডিয়া।
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ২৩২ (হ্যালিডে ৮৬, প্লিমার ৩৯, দীপ্তি ৩৯-৩, প্রিয়া ৪১-২)। ভারত ২৩৬-৪ (স্মৃতি ১০০, হরমনপ্রীত অপরাজিত ৫৯, হানা ৪৭-২)
ম্যাচের সেরা-স্মৃতি মান্ধানা
সিরিজের সেরা- দীপ্তি শর্মা
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা