বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

বিয়ে করতে চাননি বলে আত্মহত্যার চেষ্টা করেন ওয়ালজের চীনা প্রেমিকা

ওয়াশিংটন: সাধারণ নির্বাচনের আগে ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম ওয়ালজের আরও এক কীর্তি সামনে এল। যার জেরে বিপাকে পড়তে পারে টিম কমলা হ্যারিস। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ‘ডেইলি মেল’-এ প্রকাশিত হয়েছে ৫৯ বছর বয়সি জেনা ওয়াং নামে এক চীনা মহিলার সাক্ষাৎকার। ওয়াং দাবি করেছেন, তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওয়ালজের। প্রেমে মাতোয়ারা হয়ে গিয়েছিলেন তিনি। তবে তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন ওয়ালজ। ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এমনকী আত্মহত্যাও করতে গিয়েছিলেন।
মাত্র কয়েকদিন আগে ওয়ালজ দাবি করেছিলেন, তিয়েন-আন-মেন স্কোয়ারের সময় হংকংয়ে উপস্থিত ছিলেন। পরে প্রমাণিত হয় এই দাবি ভুয়ো। সেই বিতর্কের রেশ মেটার আগেই এল ওয়াং বিতর্ক। জেনা ওয়াং জানিয়েছেন, সেটা ১৯৮৯ সাল। ওয়ালজ তখন চীনের গুয়াংদং প্রদেশের ফোসানের একটি হাইস্কুলের ইংরেজির শিক্ষক। ইংরেজি উচ্চারণ ঠিক করার জন্য ক্লাসে ভর্তি হন তিনি। ওয়াংয়ের দাবি, একদিন ক্লাস চলার সময় হেডফোন খুলে দেন ওয়ালজ। কানের কাছে ফিসফিসিয়ে বলেন, ‘তুমি খুব সুন্দর।’ এরপর সুবক্তা ওয়ালজের প্রেমে ভেসে যান ২৪ বছরের ওয়াং। মার্কিন নাগরিকের সঙ্গে প্রেম মেনে নেবে না পরিবার। ওয়াংয়ের বাবা আবার চীনা কমিউনিস্ট পার্টির সদস্য। তাই গোপনে, লোকচক্ষুর আড়ালে চলত তাঁদের প্রেম। মাঝেমাঝেই হংকং যেতেন কমলা হ্যারিসের বর্তমান রানিং মেট। সেখান থেকে তাঁর জন্য বিলাসবহুল উপহার আনতেন।
সব ঠিকঠাক চলছিল। আমেরিকায় গিয়ে সেটল করার স্বপ্নে বিভোর ওয়াং লক্ষ্য করেন, একবারও বিয়ের কথা বলছেন না ওয়ালজ। বিয়ের কথা বলতেই রেগে যেতেন। বলেন, ‘প্রেম নয়, মার্কিন ভিসা পেতেই এসব করছেন ওয়াং।’ এতে হতাশ হয়ে ওয়াং আত্মহত্যার চেষ্টা করেন। এরপর চীন ছেড়ে ইতালিতে ডেরা বাঁধেন ওয়াং। আর ওয়ালজ আমেরিকায় ফিরে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন। এখন তিনি মিনেসোটার গভর্নর।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা