রাজ্য

কেন্দ্রের অমানবিক শর্ত মেনে বাংলায় আবাস নয়: মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দিচ্ছে না কেন্দ্র। এই অবস্থায় রাজ্য সরকারের কোষাগার থেকে প্রান্তিক মানুষকে পাকা বাড়ি নির্মাণের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ডিসেম্বর মাসে টাকা পাঠানো শুরু হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। উপভোক্তা তালিকা চূড়ান্ত করতে এখন রাজ্যজুড়ে চলছে সমীক্ষা। এই আবহে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, কেন্দ্রের আরোপিত ‘অমানবিক’ শর্ত মেনে তালিকা থেকে উপভোক্তাদের নাম বাদ দেওয়ার বিপক্ষে তিনি। তাই মঙ্গলবার নবান্নের বৈঠকে তাঁর নির্দেশ, ‘শর্তের চাপে যেভাবে কেন্দ্রীয় প্রকল্প থেকে অকারণে মানুষের নাম বাদ যায়,  রাজ্যের প্রকল্পের ক্ষেত্রে তা  যেন না হয়। আইন মেনে সব কাজ করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, তা করতে গিয়ে মানবিকতা যেন উপেক্ষিত না হয়।’ 
আসন্ন উপ নির্বাচনের এলাকাগুলি বাদ দিয়ে গোটা রাজ্যে এখন চলছে আবাসের সমীক্ষা। পুরনো তালিকায় থাকা ৩৬ লক্ষ উপভোক্তার মধ্যে কতজন এখনও বাড়ি তৈরির টাকা পাওয়ার উপযুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন দুপুরে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার, মুখ্যসচিব মনোজ পন্থ, কৃষিসচিব ওঙ্কার সিং মিনা এবং পঞ্চায়েত সচিব পি উল্গানাথনকে নিয়ে বৈঠক করেন মমতা। সেখানে তাঁর ওই নির্দেশের পর নড়েচড়ে বসে পঞ্চায়েত দপ্তর। এখনও পর্যন্ত ১৪ লক্ষ ৪০ হাজার ক্ষেত্রে যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এর মধ্যে ২১.৪৩ শতাংশের নাম বাদের তালিকায় রয়েছে প্রাথমিকভাবে। তাই ঠিক হয়েছে, চূড়ান্ত তালিকা থেকে এই নামগুলি বাদ দেওয়ার আগে অভিজ্ঞ আধিকারিকদের দিয়ে পুনরায় যাচাই করানো হবে। বাড়িতে তিন বা চার চাকার মোটরগাড়ি, তিন বা চার চাকার কৃষি সরঞ্জাম থাকলে, পরিবারে কোনও সরকারি কর্মচারী বা মাসে ১৫ হাজার টাকা উপার্জন করা কোনও সদস্য বা আয়কর দেন এমন কোনও সদস্য থাকলে বা আড়াই একরের বেশি চাষযোগ্য জমি থাকলে এই প্রকল্পের সুবিধা দেওয়া যাবে না। এমন মোট ১০টি শর্ত রয়েছে রাজ্যের ‘এসওপি’-তে। তারপরও মুখ্যমন্ত্রীর ‘মানবিক অভিমুখ’ সংক্রান্ত বার্তা মাথায় রেখে পুনরায় যাচাই হবে। প্রসঙ্গত, আবাস প্রকল্প থেকে নাম বাদ পড়ার খবর ছড়াতেই একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর এদিনের বার্তায় সেই বিক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে বলে আশা পদস্থ কর্তাদের। 
এদিকে, বন্যা ও ‘ডানা’ ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে। তাই বাংলা শস্যবিমার সুবিধা দেওয়ার ক্ষেত্রেও মানবিক হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়মের কড়াকড়ি করতে গিয়ে প্রকৃত কোনও ক্ষতিগ্রস্ত যাতে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। বৈঠকে উপস্থিত দুই মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কালীপুজোর পরই তাঁরা জেলায় জেলায় যাওয়া শুরু করবেন। আজ, বুধবার এই দু’টি বিষয়ে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যসচিব। 
19h 19m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা