রাজ্য

দূষণের প্লাস্টিকেই এবার ধ্বংস হবে মশার লার্ভা, সাফল্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের

সুখেন্দু পাল, বর্ধমান: এই মুহূর্তে পরিবেশের সবথেকে বড় মাথাব্যথা প্লাস্টিক। প্রতিনিয়ত দূষণের ‘বিষ’ মিশছে মাটিতে, বাতাসে। সম্প্রতি পাটনা আইআইটির বিজ্ঞানীরা বৃষ্টির জলেও মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পেয়েছেন। ফিনফিনে প্লাস্টিক মাটিতে থেকে যাচ্ছে বছরের পর বছর। মিশছে না প্রকৃতির সঙ্গে। ধসে যাচ্ছে বাস্তুতন্ত্র। এর কি কোনও প্রতিকার নেই? সেই উপায়ই এবার খুঁজে পেয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। প্লাস্টিকের মধ্যে মশা নিধনকারী উপাদান খুঁজে পেয়েছেন তাঁরা। পরিবেশ বিভাগের অধ্যাপক ডঃ নবকুমার মণ্ডল বলেন, ‘প্লাস্টিক মানেই পলিমার। যে কোনও ধরনের প্লাস্টিকে কার্বন চেইন থাকে। আমরা সেটা ভেঙেই ন্যানো কার্বন তৈরি করেছি। মশার লার্ভা যেখানে রয়েছে, সেখানে ন্যানো কার্বন স্প্রে করলে তা ধ্বংস হচ্ছে। এখন মশার লার্ভা মারার ও নিয়ন্ত্রণের জন্য যেসব উপকরণ ব্যবহার হয় তা থেকে দূষণ ছড়ায়। অথচ, এসব ব্যবহারের পরও লার্ভা ধ্বংস করা যায় না। কিন্তু প্লাস্টিক থেকে যা তৈরি হয়েছে, তাতে খুব সহজেই মশা বিনাশ করা যাবে। আমরা বৈজ্ঞানিকভাবে সেটা প্রমাণ করে দিয়েছি। যে কোনও ধরনের প্লাস্টিক থেকেই তা তৈরি করা যাবে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের একটি প্রকল্পে আমরা এই কাজ করেছি।’
পরিবেশ বান্ধব প্লাস্টিক তৈরিতেও উদ্যোগী হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সায়েন্স সেন্টারের ডিরেক্টর নিখিল বিশ্বাস বলেন, ‘ভাতের মাড় থেকে পরিবেশ বান্ধব প্লাস্টিক তৈরি করা যায়। এছাড়া ভুট্টা এবং আলু থেকেও তা তৈরি করা সম্ভব। আলু ছোট ছোট করে প্রথমে কাটতে হবে। তা থেঁতলে জলের মধ্যে রাখতে হবে। কিছুক্ষণ পর সেখান থেকে স্টার্চ বের হবে। ভুট্টা থেকেও স্টার্চ বের করার একই পদ্ধতি। এই স্টার্চের সঙ্গে একটি রাসায়নিক মেশালে পলিমার তৈরি হবে। তা আমরা হাতে-কলমে করে দেখাচ্ছি। সেখান থেকে বায়োপ্লাস্টিক তৈরি করা যাবে। ব্যবহার করার পর তা সহজে নষ্টও হবে। আগামী দিনে এধরনের প্লাস্টিক ব্যবহার করা ছাড়া কিন্তু উপায় নেই। এই পথই বাঁচাবে দূষণ থেকে।’
অধ্যাপক নবকুমার মণ্ডল বলেন, ‘এখন শুধু ভূ-পৃষ্ঠের মধ্যে প্লাস্টিক নেই। সূক্ষ্মভাবে ভেঙে তা আকাশে উড়ছে। পরে আবার তা বৃষ্টির সঙ্গে নেমে আসছে। নুনের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তা খাবারের সঙ্গে ঢুকছে শরীরে। কিছুদিন আগে সদ্যোজাতের শরীরেও প্লাস্টিক পাওয়া গিয়েছে, তা যথেষ্ট ভয়াবহ। সেকারণে দূষণ সৃষ্টিকারী প্লাস্টিক ধ্বংস করতেই হবে। তা ভালো কাজেও ব্যবহার করা যাবে। বিশেষ করে মশা নিধনের জন্য প্লাস্টিকের বিকল্প পাওয়া ভার। প্লাস্টিক থেকে ন্যানো কার্বন বানাতে পারলেই মশা ধ্বংস হবে। তার ডায়ামিটার হবে ৩০-৫০ ন্যানো মিটারের মধ্যে। তা থেকে কোনওরকম দূষণও ছড়াবে না। এর ফলে এক ঢিলে দুই পাখি মরবে। প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ হবে, পাশাপাশি মশার মতো সমাজের শত্রুকেও ধ্বংস করা সম্ভব হবে। তা কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’ -নিজস্ব চিত্র
4d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শুভ যোগাযোগ ও পরিকল্পনায় কাজকর্মে উন্নতি। ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা