বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত স্পেন, হত বহু

মাদ্রিদ, ৩০ অক্টোবর: প্রকৃতির রোষের কবলে স্পেন। মাত্র কয়েকঘণ্টায় অতি ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি দক্ষিণ ও পূর্ব স্পেনের বিভিন্ন এলাকা। রাস্তা নদীতে পরিণত হয়েছে, ভেঙে গিয়েছে ঘর-বাড়ি। মৃত্যু হয়েছে বহু মানুষের। পরিস্থিতি পর্যালোচনার জন্য জরুরি ভিত্তিতে একটি কমিটি গড়েছে স্পেনের সরকার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মাত্র কয়েকঘণ্টায় দক্ষিণ ও পূর্ব স্পেনে ৩০০ মিমির বেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভ্যালেন্সিয়া প্রদেশে। সেখানকার চিভা এলাকায় মাত্র চারঘণ্টায় ৩২০ মিমি বৃষ্টি হয়েছে।
আগামী ১২ ঘণ্টায় স্পেনের বিভিন্ন এলাকায় আরও বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি হয়েছে লাল সতর্কতা। তাই প্রশাসনের তরফে নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন দমকল কর্মীরা। সূত্রের খবর, বহু মানুষের মৃতদেহ উদ্ধার হয়েছে ভ্যালেন্সিয়া প্রদেশ থেকে। যদিও ঠিক কতজনের মৃত্যু হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের জন্য সেই বিষয়ে এখনও পর্যন্ত জানায়নি প্রশাসন। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলি সম্পূর্ণ ভাবে ডুবে গিয়েছে। ভেসে আসছে কাদামাখা জল। এই পরিস্থিতি থেকে বাঁচতে কেউ কেউ গাছে উঠেও আশ্রয় নিয়েছেন। আপাতত কপ্টার ও ড্রোনের মাধ্যমে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিস। বৃষ্টির জেরে ভ্যালেন্সিয়া এয়ারপোর্ট থেকে ১০টি বিমানের উড়ান পরিষেবা বাতিল করা হয়েছে। অবতরণের জন্য অন্য এয়ারপোর্টে ঘুরিয়ে দেওয়া হয়েছে ১২টি বিমানকে। বৃষ্টির জেরে রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মাঝে হাইস্পিড ট্রেন পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা