বিদেশ

ফিলিপিন্সে টাইফুন ত্রামি-র দাপট, অবস্থা ভয়াবহ, মৃত শতাধিক

মানিলা, ২৭ অক্টোবর: সদ্য ঘূর্ণিঝড় ডানার সাক্ষী থেকেছে বাংলা ও ওড়িশা। বঙ্গে প্রভাব খুব বেশি জোরদার না হলেও টানা বৃষ্টি ভুগিয়েছে রাজ্যবাসীকে। এরইমধ্যে টাইফুনে বিধ্বস্ত হল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। টাইফুন ত্রামি-র দাপটে ফিলিপিন্সের অবস্থা ভয়াবহ। আজ, রবিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফিলিপিন্সে ত্রামি-র দাপটে মৃত্যু হয়েছে প্রায় ১৩০ জনের। এমনকি এই সংখ্যা আরও বেশি হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই বলে সূত্র মারফত দাবি করা হয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চলতি বছরের নিরিখে এই ঝড়টিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সব থেকে বিধ্বংসী ঝড় হিসেবে ধরা যেতে পারে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জানান, এই ধ্বংসযজ্ঞে আটকে পড়া মানুষদের যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এখনও বহু এলাকা বন্যা কবলিত হওয়ায় ত্রাণ পৌঁছতে দেরি হচ্ছে। বেসরকারি সূত্রের হিসেবে ঝড়ের জেরে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৩০ পার করে গিয়েছে। নিখোঁজ বহু। ফিলিপিন্সের সরকারি তথ্য মতে, ঝড়ের গতিপথে প্রায় ৫ মিলিয়ন লোকের পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু বহু মানুষকে অন্যত্র, নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ায় বড় আকারের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গিয়েছে। যদিও শতাধিক মৃত্যু ইতিমধ্যেই হয়েছে। তবে ঝড়ের অভিমুখ পরিবর্তন না হলে আরও বেশি মানুষের মৃত্যু হত। পাশাপাশি ভিয়েতনামও এর কবলে পড়তে পারত বলে আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা।
7d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

লাগাতার প্রচেষ্টার পর কর্মে অগ্রগতি। বিশেষ কোনও ক্ষেত্র থেকে বড় বরাত প্রাপ্তির যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা