বিদেশ

ক্ষোভের মুখে জাস্টিন ট্রুডো! প্রধানমন্ত্রীর পদে ইস্তফার দাবি দলের সাংসদদেরই

ওটায়া, ২৪ অক্টোবর: খলিস্তানি ইস্যু নিয়ে ভারতের সঙ্গে তিক্ততা। বিশেষ করে হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় যখন লাগাতার নয়াদিল্লিকে কাঠগড়ায় তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ঠিক সেই সময়ে ঘরেই চাপের মুখে পড়লেন তিনি। সূত্রের খবর, ট্রুডোর দল লিবেরাল পার্টির সাংসদরাই তাঁর ইস্তফা চাইছেন। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ট্রুডোর বর্তমানে নেওয়া কিছু সিদ্ধান্ত ও হাউস অব কমন্সে তাঁর রাখা বক্তব্যকে ঘিরেই ক্ষুব্ধ হয়েছেন দলের সাংসদরা।
গতকাল, বুধবার লিবেরাল পার্টির সাংসদরা বৈঠক করেন। দলের ২৪ জন সাংসদ প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডোর ইস্তফার দাবির সপক্ষে সইও করেছেন। গতকালের বৈঠকে সাংসদরা একাধিক নথিও পেশ করেন। যেখানে ট্রুডোর ইস্তফার দাবি যুক্তিযুক্ত বলেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। তিন ঘণ্টা ধরে এই বিষয়টি নিয়ে বৈঠক চলে। তাতে লিবেরাল পার্টির সিংহভাগ সাংসদরা ট্রুডোর ইস্তফার দাবি জানিয়েছেন। তবে কয়েকজন সাংসদ ওই দাবির সঙ্গে সহমত পোষণ করেননি। তাঁরা ট্রুডোর পাশেই দাঁড়িয়েছেন। আগামী বছরের অক্টোবরে কানাডায় নির্বাচন রয়েছে। তার আগেই দলেরই সাংসদদের দেওয়া ২৮ অক্টোবরের ডেডলাইন অনুযায়ী কী প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন ট্রুডো? সেটাই এখন প্রশ্ন। ওই তারিখের মধ্যে যদি প্রধানমন্ত্রীর পদ ট্রুডো না ছাড়েন তাহলে তাঁর দলের সাংসদরা কী করবেন? এই বিষয়ে অবশ্য কোনও বক্তব্য রাখতে দেখা যায়নি লিবারেল পার্টির বিক্ষুব্ধ সাংসদদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রুডোর বিরুদ্ধে আগেই ক্ষোভ জমেছিল দলের সাংসদদের মধ্যে। বর্তমানে তাঁর অতিরিক্ত ভারত বিরোধিতা সেই ক্ষোভকে বাড়িয়ে তুলেছে।
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা