বিদেশ

শান্তি ফেরাতে সহযোগিতায় প্রস্তুত ইউক্রেন যুদ্ধ নিয়ে বার্তা মোদির

কাজান: ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাশিয়ার কাজানে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের এই রুশ সফরের প্রথম দিনেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন মোদি। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়েও আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা। সেখানে ফের চলতি রুশ-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছেন মোদি। তিনি বলেন, ‘এই সংঘাত নিয়ে বরাবরই আপনার সঙ্গে যোগাযোগ রেখে এসেছি। শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান সম্ভব। মানবতা আমাদের 
কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর ক্ষেত্রে  সবরকম সহযোগিতা করতে প্রস্তুত ভারত।’
ব্রিকস সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করবেন মোদি। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিসরি। সোমবারই নয়াদিল্লি জানিয়েছে, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারির সীমানা নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ভারত ও চীন। দু’দেশের সম্পর্কের তিক্ততা কাটানোর লক্ষ্যে মোদি-জিনপিং  বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।  
এদিন কাজানে পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তারতারস্তান প্রজাতন্ত্রের প্রধান রুস্তম মিন্নিখানভ। হোটেলে সংস্কৃত স্তোত্র উচ্চারণ ও কৃষ্ণের ভজন গানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অনাবাসী ভারতীয়। ভারতীয় পোশাক পরে নৃত্য পরিবেশন করেন রুশ শিল্পীরা। এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘উন্নত পৃথিবী তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ব্রিকস সম্মেলন। গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি।’ 
এদিন মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারত-রাশিয়া সুগভীর সম্পর্কের কথা উল্লেখ করেন পুতিনও। এই প্রসঙ্গে গত জুলাই মাসের বৈঠকের কথাও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। কাজানের আসার আমন্ত্রণ গ্রহণ করার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। গত তিনমাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার রুশ সফরে গিয়েছেন মোদি। এই বিষয়টি স্মরণ করিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন,  এটা আসলে দুই দেশের সম্পর্কের গভীরতারই প্রতিফলন। 
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোন শাখার পেশাদারি উচ্চশিক্ষায় শুভ দিন। বিশেষ কোনও কারণে ভ্রমণ পরিকল্পনায় বাধা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা