দেশ

পরিবারকে ভেঙেছেন অজিতই, নাতির হয়ে প্রচারে তোপ শারদের
 

বারামতী: লোকসভা নির্বাচনের পর বিধানসভা। রাজনীতির মাঠে ফের মুখোমুখি পাওয়ার পরিবারের দুই সদস্য। তবে বারামতীর এনসিপি (শারদ পাওয়ার) সাংসদ সুপ্রিয়া সুলে মঙ্গলবার জানিয়ে দিলেন, বিধানসভা নির্বাচনের লড়াই পাওয়ার বনাম পাওয়ার নয়। আসল এনসিপির সঙ্গে বিজেপির আদর্শের লড়াই হবে। বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির প্রার্থী যুগেন্দ্র পাওয়ারের হয়ে প্রচার করছিলেন সুপ্রিয়া। তার ফাঁকে এদিন তিনি বলেন, ‘এটা গণতন্ত্র, এটা কোনও কাকা-ভাইপোর লড়াই নয়। এটা আমাদের আদর্শের সঙ্গে বিজেপির লড়াই। কোনও ব্যক্তিবিশেষের সঙ্গে আমাদের লড়াই নয়।’ অন্যদিকে, মঙ্গলবার নাতি যুগেন্দ্রর হয়ে প্রচারে নেমে অজিতকে আক্রমণ করেছেন শারদ পাওয়ারও। ঘুরিয়ে তিনি দাবি করেন, নিজের রাজনৈতিক উচ্চাশার জন্য অজিত পরিবারকে ভেঙে দিয়েছেন। সোমবার যুগেন্দ্রকে প্রার্থী করা নিয়ে প্রচারে চোখের জল ফেলেছিলেন অজিত। এদিন তা নিয়েও চোখ মোছার ভঙ্গি করে  ব্যঙ্গ করতে ছাড়েননি পাওয়ার।  
শারদ পাওয়ারের এনসিপি ভেঙে আলাদা দল গড়েছিলেন ভাইপো অজিত পাওয়ার। বিজেপি ও একনাথ সিন্ধের সঙ্গে সরকারে যোগ দিয়ে উপ মুখ্যমন্ত্রীও হন তিনি। কিন্তু ভোটের লড়াইয়ে শারদের কাছে আপাতত পিছিয়েই রয়েছেন তিনি। লোকসভা নির্বাচনে বারামতী কেন্দ্রে দুই এনসিপির লড়াইয়ে অজিত-পত্নী সুনেত্রাকে দেড় লক্ষ ভোটে হারিয়ে দেন শারদ-কন্যা সুপ্রিয়া। এবার বিধানসভা নির্বাচনে নিজের দলের হয়ে প্রার্থী হয়েছেন স্বয়ং অজিত। প্রতিপক্ষ হিসেবে এনসিপি (শারদপন্থী)-র প্রার্থী হয়েছেন অজিতের ভাইপো যুগেন্দ্র। আর তারপর থেকেই আর এক দফা ‘পাওয়ার ব্যাটল’ নিয়ে সরগরম বারামতী।
১৯৯১ সাল থেকে বারামতীর বিধায়ক অজিত। কিন্তু এবারের নির্বাচনের প্রচারে কোনও ঢিলেমি দিতে নারাজ তিনি। পরিবারের সদস্যকে তাঁর বিরুদ্ধে প্রার্থী করা নিয়ে প্রচারে ক্ষোভ জানিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, পরিবারে যাতে ভাঙন না ধরে তাঁর জন্য বয়োজ্যেষ্ঠদের দায়িত্ব নেওয়া উচিত। কিন্তু শারদের বক্তব্য, ‘যখন এনসিপি ক্ষমতায় ছিল না, তখন আমাদের কয়েকজন সহকর্মী হঠাত্ ঘুম থেকে উঠে সরকারে যোগ দেওয়ার জন্য শপথবাক্য পাঠ করে ফেললেন। আর এখন শুনতে হচ্ছে, আমি পরিবারকে ভেঙে দিয়েছি।’ সারা জীবন তিনি সব ভাই ও তাঁদের সন্তানদের একসঙ্গে নিয়ে চলেছেন বলেও জানিয়ে দেন শারদ। যুগেন্দ্রকে প্রার্থী করার বিষয়ে তিনি জানান, অজিত পাওয়ার হোক বা যুগেন্দ্র পাওয়ার, নির্বাচনে সকলের লড়াই করার অধিকার রয়েছে। তবে এই লড়াই শান্তিপূর্ণ হওয়া দরকার।
20h 20m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা