দেশ

বোমাতঙ্ক: ১ সন্দেহভাজনকে চিহ্নিত করল নাগপুর পুলিস

নাগপুর: বিমানবন্দর ও উড়ানে বোমাতঙ্ক ছড়ানোর নেপথ্যে থাকা এক ব্যক্তিকে চিহ্নিত করল নাগপুর পুলিস। গত কয়েকদিন ধরেই বেশ কয়েকটি বিমানবন্দর ও বিমানে বোমা রাখার হুমকি ইমেল আসে। যার জেরে আতঙ্ক ছড়িয়েছিল জনমানসে। ফ্লাইট বিলম্বিত হয়। এমনকী, বিমানবন্দরগুলির নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়। জানা গিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম জগদীশ উইকি। সন্ত্রাসবাদ নিয়ে একটি বইও রয়েছে তাঁর। ২০২১ সালে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। তিনিই এই বোমাতঙ্কের নেপথ্যে রয়েছেন বলে সন্দেহ পুলিসের। বর্তমানে তিনি পলাতক। ডিপিসি শ্বেতা খেদকারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ভুয়ো ইমেলগুলি পরীক্ষা করে দেখেছে। তারপরই ওই ব্যক্তির যোগসূত্র পাওয়া গিয়েছে বলে খবর। প্রধানমন্ত্রীর দপ্তর, রেলমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের দপ্তর, আরপিএফ সহ একাধিক সংস্থায় তিনি ভুয়ো মেল পাঠিয়েছিলেন। গত সোমবার উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন জগদীশ। এরপর উপ মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন ওই সন্দেহভাজন। পুলিস জানিয়েছে, শীঘ্রই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে। তাঁকে ধরার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। মঙ্গলবারও অবশ্য নতুন করে ৩২টি বিমানে বোমা রাখার হুমকি এসেছে বলে খবর।  
21h 21m ago
ব্ল্যাকবোর্ড
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা