দেশ

ত্রিপুরায় ভিন রাজ্যের ইঞ্জিনিয়ারকে মারধর, ছিনতাই

বিশেষ সংবাদদাতা, আগরতলা: কর্মসূত্রে ত্রিপুরায় এসে আক্রান্ত ভিন রাজ্যের ইঞ্জিনিয়ার। বেধড়ক মারধর করে তাঁর কাছ থেকে নগদ ও মোবাইল ছিনিয়ে চম্পট দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শহর সংলগ্ন জিরানীয়া এলাকার বাসিন্দারা তাঁকে রক্তাক্ত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  রবিবারের রাতের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, আক্রান্ত ইঞ্জিনিয়ারের নাম বিশাল কুমার। বিহারের এই বাসিন্দা একটি টেলিকম সংস্থার কর্মী। কর্মসূত্রে মাঝেমধ্যেই ত্রিপুরায় যাতায়াত করতে হয় তাঁকে। গত রবিবারও তিনি ট্রেনে চেপে আগরতলায় আসেন। বাধারঘাট স্টেশন থেকে একটি অটোরিকশ চড়ে উষাবাজার যাচ্ছিলেন। মাঝরাস্তায় অটো চালক চা খেতে বলে। সেই চা খেয়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে জানিয়েছেন বিশাল। জ্ঞান ফিরলে দেখতে পান, একটি জঙ্গলের দিকে যাচ্ছে অটোটি। এতে আপত্তি জানালে চালক তাঁকে মারধর করেন বলে দাবি করেছেন ওই ইঞ্জিনিয়ার। এরপর জিরানীয় এলাকার একটি জঙ্গলে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে ছিলেন অটো চালকের তিন সঙ্গী। সেখানে দুষ্কৃতীরা বিশালকে মারধর করে তাঁর কাছ থেকে নগদ ১৭ হাজার টাকা, মোবাইল, এমনকী পরনের পোশাক পর্যন্ত ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। চিৎকার শুনে ছুটে এসে স্থানীয়রা বিশালকে উদ্ধার করে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। 
20h 20m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা