দেশ

ওয়েনাড়কে বঞ্চনা করেছে মোদি সরকার, অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর

ওয়েনাড়: মাত্র কয়েক মাস আগেই প্রাকৃতিক বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ওয়েনাড়। স্বয়ং প্রধানমন্ত্রী ওয়েনাড় ঘুরে গিয়েছেন। দিয়েছেন পর্যাপ্ত সাহায্যের আশ্বাস। তিনমাস কাটতে চলল। বিপর্যস্ত ওয়েনাড়ে পৌঁছয়নি কেন্দ্রীয় সাহায্য। এভাবেই কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ে করে এবার মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর কথায়, ‘কেরলের মানুষের প্রতি কোনও সহমর্মিতা নেই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের। তাই তারা ভূমিধস বিধ্বস্ত ওয়েনাড়ের ত্রাণ ও পুনর্বাসনের কোনও ব্যবস্থাই নেয়নি।’ এরপরেই তিনি বলেন, আসলে মানুষের প্রতি কোনও শ্রদ্ধাই নেই কেন্দ্রীয় সরকারের। গত ১০ বছর ধরে বিজেপি শাসনকালে এটাই হয়ে আসছে।
মঙ্গলবার এনজাপুঝায় কর্নার মিটিং করেন প্রিয়াঙ্কা। এদিন আবার তিনি মোদি সরকারের সঙ্গে কয়েকজন শিল্পপতির আঁতাত নিয়ে সরব হন। তাঁর অভিযোগ, ‘নোট বাতিল সহ মোদি সরকারের অধিকাংশ নীতিতে কেবল পাঁচ-ছ’জন শিল্পপতিই উপকৃত হয়েছেন। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের কোনও কাজে আসেনি। কৃষকদের সুরাহা হয়নি। আদিবাসীদের উন্নয়ন নিয়ে কেন্দ্রের কোনও পরিকল্পনা নেই। শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র অবহেলার শিকার।’ মণিপুরের হিংসা বন্ধে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। তাঁর মতে, ক্ষমতায় টিকে থাকতে ভুল রাজনীতি করছে কেন্দ্র। যে রাজনীতিতে মানুষের স্থান নেই, তাদের পরিবর্তন করা উচিত। 
ওয়েনাড়ের সঙ্গে তাঁদের পরিবারের সুসম্পর্ক রয়েছে বলে এদিনও মন্তব্য করেন প্রিয়াঙ্কা। এলাকার মানুষজনের ভালোবাসার কারণেই রাহুল গান্ধী দু’বার এই কেন্দ্র থেকে জিতেছিলেন। জিতলে ওয়েনাড়ের অভাব অভিযোগের কথা দেশবাসীর কাছে তুলে ধরবেন বলে জানান প্রিয়াঙ্কা। মজা করে প্রিয়াঙ্কা বলেন, গত ৩০ বছর ধরে আমি গৃহবধূ। তাই আমার গলার জোরও বেশি। আমার স্বামী আপনাদের এটা বলে দেবে। এবার আপনাদের একজন লড়াকু যোদ্ধা এখানে এসেছে। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আপনারা হতাশ হবেন না। তাঁর কথায়, ‘কেন্দ্রে বা রাজ্যে কোথাও ক্ষমতায় নেই কংগ্রেস। এরপরেও সংসদে আপনাদের বক্তব্য তুলে ধরব।’ 
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা