দেশ

মনোনয়ন জমা নবাবের, অজিতের দলের প্রার্থীকে নিয়ে চাপে বিজেপি

মুম্বই: মনোনয়ন ঘিরে টানটান উত্তেজনা। মঙ্গলবার নবাব মালিকের মনোনয়ন ঘিরে নাটকীয় ঘটনার সাক্ষী থাকল ভোটমুখী মহারাষ্ট্র। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অজিতের দল এনসিপি প্রার্থী হিসেবে মনখুর্দ শিবাজী নগর বিধানসভা আসনে মনোনয়ন পেশ করেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। মজার ব্যাপার হল, এদিন তিনি দুটি মনোনয়নপত্র জমা দেন। একটি এনসিপির হয়ে ও একটি নির্দল হিসেবে। শেষমুহূর্তে তাঁর প্রার্থীপদ মঞ্জুর করে বিজেপির শরিক দল। নবাব জানান, এনসিপি প্রার্থী হিসেবেই লড়াই করবেন তিনি। শুরু থেকেই নবাবের প্রার্থীপদ নিয়ে আপত্তি জানিয়ে এসেছে বিজেপি। তারা জানায়, নবাবের হয়ে কোনওভাবেই প্রচার করবে না দল। দুর্নীতির মামলায় নবাবকে গ্রেপ্তার করেছিল ইডি। তাঁর বিরুদ্ধে দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেও সরব ছিল বিজেপি। সেই নবাবই এখন শরিক দলের প্রার্থী হওয়ায় চাপে পড়েছে বিজেপি। এই ঘটনায় গেরুয়া দলের নেতা তথা রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে নিশানা করতে ছাড়েনি উদ্ধব থ্যাকারের দল শিবসেনাও। তাদের কটাক্ষ, দাউদের ‘সঙ্গী’ এখন ফড়নবিশের বন্ধু। উদ্ধবপন্থী শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, ‘মজার বিষয়টি হল দাউদের সঙ্গী নবাব এখন আশিস সেলার ও  দেবেন্দ্র ফড়নবিশের সবচেয়ে কাছের। এবার তিনি বিজেপির শরিক দলের প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। দেশভক্তির সার্টিফিকেট প্রদানকারীরা আজ কোথায়?’ উল্লেখ্য গত সপ্তাহেই মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলার বলেছিলেন, ‘দাউদ ইব্রাহিমের সঙ্গে যার যোগ রয়েছে, তাকে টিকিট দেওয়ার বিষয়টি আমরা মেনে নিতে পারি না। আমরা নবাবকে সমর্থন করি না।’  উল্লেখ্য, অনুশক্তি নগরের দু’বারের বিধায়ক নবাব এবার এনসিপি’র টিকিটে লড়বেন কিনা, তা নিয়ে তীব্র জল্পনা ছড়িয়েছিল। অজিতের দল আগেই অনুশক্তি নগরে নবাবের মেয়ে সানা মালিককে টিকিট দেয়। যদিও নবাব সাফ জানিয়েছিলেন, তিনি ভোটে লড়বেন। এনসিপি টিকিট না দিলে প্রয়োজনে নির্দল প্রার্থী হবেন। শেষপর্যন্ত তাঁকে টিকিট দিলেন অজিত।  
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা