দেশ

নয়ডায় মাদকের ল্যাবরেটরি, ধৃত তিহার জেলের ওয়ার্ডেন, নেপথ্যে মেক্সিকোর ড্রাগ কার্টেল

নয়াদিল্লি: কার্টেল ডে জালিসকো নুয়েভা জেনারেশিয়ন—মেক্সিকোর কুখ্যাত ড্রাগ কার্টেলের জাল ছড়াল এবার ভারতেও। সম্প্রতি গ্রেটার নয়ডায় নিষিদ্ধ মাদক উৎপাদনের একটি আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ও দিল্লি পুলিসের স্পেশাল সেল। উদ্ধার হয় ৯৫ কেজি নিষিদ্ধ মাদক—মেথামফেটামাইন। বাজারমূল্য ৭ হাজার ৬০০ কোটিরও বেশি।  সেই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দেশের সবচেয়ে বড় জেল, দিল্লির তিহার জেলের এক ওয়ার্ডেনকে। ধৃতের তালিকায় রয়েছেন মেক্সিকোর এক নাগরিক সহ মোট পাঁচজন। সূত্রের খবর, সেই মামলার তদন্তেই নাম জড়িয়েছে মেক্সিকোর কুখ্যাত ড্রাগ কার্টেলের। ২০১০ সাল থেকে দুনিয়াজুড়ে নিষিদ্ধ মাদকের কারবারের পাশাপাশি অন্যান্য ঘৃণ্য অপরাধেও তাদের জুড়ি মেলা ভার। মেক্সিকোর প্রাক্তন ড্রাগলর্ড ‘এল চ্যাপো’ গুজম্যানের সিনালোয়া কার্টেলের সঙ্গে এই গ্যাংয়ের লড়াইয়ের খবরও এখন কারও অজানা নয়।
মঙ্গলবার এনসিবি জানিয়েছে, গত ২৫ অক্টোবর গৌতম বুদ্ধ নগরের কাসনা শিল্প তালুকে অভিযান চালিয়ে একটি গোপন ল্যাবরেটরি থেকে ৯৫ কেজি মেথামফেটামাইন উদ্ধার করা হয়েছে। কঠিন এবং তরল দুই অবস্থাতেই এই বিপুল পরিমাণ সিন্থেটিক মাদক বাজেয়াপ্ত করা হয়। সেই অভিযানের সময় কাসনার ল্যাবরেটরি থেকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লির এক ব্যবসায়ী এবং তিহার জেলের এক ওয়ার্ডেনকেও। এরাই মাদক উৎপাদন চক্রের মূল মাথা বলে তদন্তকারীরা জানিয়েছেন। তদন্তে মেক্সিকান কার্টেলের জড়িত থাকার খবর মিলেছে এনসিবি সূত্রে। ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জ্ঞানেশ্বর সিং জানিয়েছেন, ধৃত দুই ব্যক্তিই বিভিন্ন সূত্র থেকে মাদক উৎপাদনের কাঁচামাল সংগ্রহ করত। ল্যাবরেটরির সরঞ্জামও আমদানি করেছিল তারাই। মুম্বইয়ের এক কেমিস্টকে ভাড়া করা হয়েছিল। মাদক টেস্ট করত দিল্লিতে বসবাসকারী মেক্সিকোর এক ‘কার্টলার’। সোমবার চারজনকে বিশেষ মাদক আদালতে (এনডিপিএস) তোলা হলে বিচারক তাদের তিনদিনের এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছেন। দিল্লির ওই ব্যবসায়ীর ঘনিষ্ঠ আর এক ব্যবসায়ীকেও এই মাদক উৎপাদন চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পরে গ্রেপ্তার করা হয়েছে। 
17h 17m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা