কলকাতা

মন্ত্রী, সাংসদকে ঘিরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মন্ত্রী ও সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। অভিযোগ, বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন বেশ কিছু তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্য। যাঁরা বিধায়ক বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত। এরফলে এই দ্বীপাঞ্চলে আবারও বেআব্রু হয়ে পড়ল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক পক্ষের লোকজনের সঙ্গে অপর গোষ্ঠীর হাতাহাতি হওয়ার উপক্রম তৈরি হয়েছিল। পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মঙ্গলবার গোসাবা ব্লক অফিসের সামনেই ঘটেছে এই ঘটনা। 
ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নিয়ে আলোচনা করতে এদিন গোসাবা বিডিও অফিসে আসেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ অন্যান্যরা। বিধায়ক সহ বাকিরা যখন বৈঠকে ঢুকছিলেন, তখনই একদল মানুষ বিডিও অফিসের বাইরে জড়ো হন। তাঁরা বিধায়কের নাম করে স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, গত কয়েক বছরে নানা অছিলায় সুব্রতবাবু তাঁদের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন। এখন তা ফেরত দিচ্ছেন না। যেসব কাজ করবেন বলেছিলেন, কোনওটাই হয়নি। 
বিক্ষোভ শুরু হতেই কিছুটা অস্বস্তিতে পড়ে যান মন্ত্রী এবং সাংসদ। আন্দোলনকারীদের শান্ত হওয়ার পরামর্শ দেন তাঁরা। তাতে কাজ হয়নি। একটা সময়ের পর মেজাজ হারান বঙ্কিমবাবু ও প্রতিমাদেবী। এক পঞ্চায়েত সদস্যকে দেখে ভর্ৎসনাও করেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা স্বেচ্ছায় এসেছেন। কারণ বিধায়ক অনেক টাকা নিয়েও ফেরত দেননি। বিক্ষোভ ঠেকাতে শেষ পর্যন্ত আন্দোলনকারীদের নিয়ে আলোচনায় বসা হয়। এরপরই বিক্ষোভ উঠে যায়। বিধায়ক বলেন, পুরোটাই আমার বিরুদ্ধে চক্রান্ত। দলের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করতেই বিক্ষোভ দেখানো হয়েছে। -নিজস্ব চিত্র
19h 19m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা