কলকাতা

দীপাবলি আলোর উৎসব, শব্দের নয়! রাস্তায় নেমে প্রচার পুলিসের

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কালীপুজো ও দীপাবলির উৎসব মানেই শব্দদানবের অত্যাচার। বয়স্ক, অসুস্থ, শিশু থেকে পোষ্যদের পরোয়া না করেই শব্দবাজি ফাটিয়ে উল্লাস করে একদল মানুষ। শব্দদূষণই তাদের আনন্দ! বাজিতে পরিবেশ দূষিত হোক, মানুষ অসুস্থ হোক, তাতে অবশ্য কিছু যায় আসে না ‘উল্লাস বাহিনীদের’। তাই প্রতিবারের মতো এবারও নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার নিয়ে পথে নামল বিধাননগর কমিশনারেট। বিভিন্ন থানা এলাকায় মাইকিং করে বলা হচ্ছে, ‘দীপাবলি আলোর উৎসব, শব্দের নয়’। বেআইনি শব্দবাজি পোড়ালে জেল ও জরিমানা দুই’ই হতে পারে।
দীপাবলি উৎসবে ফি বছর ব্যাপক দূষণ ছড়ায়। যার অন্যতম কারণ এই বাজি। কেবলমাত্র গ্রিন বাজি ব্যবহারের কথা বলা হলেও আড়ালে শব্দবাজির কেনাবেচা চলে। পুলিস ধরপাকড়ও শুরু করেছে। বহু জায়গায় বাজেয়াপ্ত হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি। এই নিষিদ্ধ শব্দবাজি শুধু শব্দদূষণ নয়, পরিবেশও  দূষিত করে। ফলে মানুষের ফুসফুসের ব্যাপক ক্ষতি হয়। গত বছর বাজির শব্দমাত্রা ৯০ ডেসিবল পর্যন্ত থাকলেও এবার তা বেড়ে হয়েছে ১২৫ ডেসিবল। ফলে, কালীপুজোয় শব্দ দানবের দাপট চলার সম্ভাবনাই বেশি। তাই আগেভাগে মানুষকে সচেতন করতে নেমেছে বিধাননগর কমিশনারেট। প্রসঙ্গত, নারায়ণপুর থানা এলাকায় একাধিক কালীপুজো হয়। ভিড় মোকাবিলায় মঙ্গলবার পুলিস আধিকারিকরা বিভিন্ন মণ্ডপে গিয়ে পুজোর প্রস্তুতি খতিয়ে দেখেন। প্রবেশ, প্রস্থান গেট, সুরক্ষা বিধি, পুলিসের গাইড লাইন সব মানা হয়েছে কি না, তা পরিদর্শন করেন তাঁরা। পুলিস জানিয়েছে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শব্দবাজি নিয়ে গাইডলাইন দিয়েছে। তা প্রচারও করা হচ্ছে। নাগরিকরা যাতে কোনওভাবেই নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার না করেন, সে ব্যাপারে প্রচার চালানো হচ্ছে। মজুত ও বিক্রির পাশাপাশি কেউ যদি নিষিদ্ধ শব্দবাজি পোড়ান, তাহলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, বিধাননগর কমিশনারেটের মধ্যে রয়েছে কলকাতা বিমানবন্দর। তাই দীপাবলিতে এই কমিশনারেটের সমস্ত থানা এলাকায় ফানুস, ড্রোন ওড়ানো এবং লেজার লাইট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্গাপুজোর সময়ও এই নিষেধাজ্ঞা ছিল। কালীপুজোর উদ্যোক্তাদের সঙ্গে পুলিসের যে সমন্বয় বৈঠক হয়েছিল, সেখানেও ফানুস, ড্রোন এবং লেজার নিয়ে সতর্ক করা হয়েছিল। নিষিদ্ধ শব্দবাজি বন্ধ করতে অটোয় মাইক বেঁধে পাড়ায় পাড়ায় ঘুরছে পুলিস। উদ্দেশ্য একটাই—সচেতনতা বৃদ্ধি। - নিজস্ব চিত্র
16h 16m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা