দেশ

কত সম্পত্তি রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর? নির্বাচন কমিশনকে হলফনামায় জানালেন কংগ্রেস নেত্রী

নয়াদিল্লি, ২৪ অক্টোবর: দাদা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া কেরলের ওয়েনাড় আসনে প্রার্থী হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা। রাজনীতির ময়দানে দীর্ঘদিন থাকলেও এই প্রথম ভোটে লড়ছেন তিনি। গতকাল, বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানেই নিজের ও স্বামী রবার্ট ওয়াধেরার মোট সম্পত্তির পরিমাণও জানিয়েছেন কংগ্রেস নেত্রী। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। তার মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪.২৪ কোটি টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমানো টাকা রয়েছে। মিউচুয়াল ফান্ড ও পিপিএফে বিনিয়োগ রয়েছে। তাঁর স্বামী রবার্ট ওয়াধেরা তাঁকে একটি চারচাকা গাড়ি উপহার স্বরূপ দিয়েছেন। সেই বিষয়েও হলফনামায় উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি তাঁর রয়েছে ১.১৫ কোটি টাকার সোনায় গয়না। কংগ্রেস নেত্রী এও জানিয়েছেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৭.৭৪ কোটি টাকা। রয়েছে একটি কৃষি জমি ও বাগানবাড়ি। উত্তরাধিকার সূত্রে দুটি সম্পত্তি রয়েছে যাতে তাঁর ভাগ রয়েছে। সম্পত্তি দুটি রয়েছে নয়াদিল্লিতে। হিমাচল প্রদেশের সিমলাতে প্রিয়াঙ্কা নিজে একটি বাড়ি কিনেছেন। যার বর্তমান বাজারমূল্য ৫.৬৩ কোটি টাকা। কংগ্রেস নেত্রী হলফনামায় নির্বাচন কমিশনকে জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ৪৬.৩৯ লক্ষ টাকা। নিজের ও স্বামীর আয়ের উৎসও জানিয়েছেন প্রিয়াঙ্কা। মূলত বাড়িভাড়া, ব্যাঙ্কে জমানো টাকা থেকে প্রাপ্ত সুদ ও স্বামীর ব্যবসায় বিনিয়োগ থেকেই তাঁর আয় হয় বলেই জানিয়েছেন সোনিয়া কন্যা। হলফনামায় প্রিয়াঙ্কা নিজের স্বামী রবার্ট ওয়াধেরার সম্পত্তির কথাও জানিয়েছেন। রবার্টের মোট সম্পত্তির পরিমাণ ৬৫ কোটি টাকা। যার মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৯ কোটি টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ২৭.৬৪ কোটি টাকা। তাঁর স্বামীর ঋণ রয়েছে ১০ কোটি টাকা। আগামী ১৩ নভেম্বর কেরলের ওয়েনাড়ে ভোট রয়েছে। জোর লড়াই হতে চলেছে দক্ষিণ ভারতের এই আসনে, মত বিশেষজ্ঞদের। রাজনৈতিক মহলের মতে, এই লড়াই ত্রিমুখী হবে। উপ-নির্বাচনে প্রিয়াঙ্কার বিরুদ্ধে বিজেপির বাজি তরুণ মুখ নব্যা হরিদাস। এদিকে বর্ষীয়ান নেতা সত্যেন মোকেরিকে প্রার্থী করেছে সিপিআই। এখন এটাই দেখার প্রিয়াঙ্কা দাদা রাহুল গান্ধীর জয়ের মার্জিন ধরে রাখতে পারেন কী না।
22h 22m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা