দেশ

লেডি জাস্টিস মূর্তি বদল নিয়ে আলোচনা হয়নি কেন, প্রশ্ন বার অ্যাসোসিয়েশনের

নয়াদিল্লি: নিরপেক্ষ বিচারব্যবস্থার প্রতীক লেডি জাস্টিসের মূর্তিতে বদল এনেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূ‌ড়। ঢাকা চোখ খুলে বিচারের দেবীকে দৃষ্টি দেওয়া হয়েছে। আর বাঁহাতের তলোয়ারের জায়গায় এসেছে দেশের সংবিধান। এই পরিবর্তন নিয়ে ভিন্নসুর প্রবীণ আইনজীবী কপিল সিবালের। এই ‘বৈপ্লবিক পরিবর্তন’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন একটি প্রস্তাব পাশ করেছে। এই পরিবর্তন নিয়ে কেন তাঁদের সঙ্গে আলোচনা করা হল না, সেই প্রশ্ন তুলেছে অ্যাসোসিয়েশন। প্রস্তাবে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রশাসনেরই অংশ এই বার অ্যাসোসিয়েশন। এই পরিবর্তন নিয়ে অন্ধকারে রাখা হয়েছে বার অ্যাসিসিয়েশনকে। এটা কাম্য নয়।
প্রস্তাবে বলা হয়েছে, ‘লেডি জাস্টিসের মূর্তি এবং প্রতীকে পরিবর্তন নিয়ে আমরা কিছুই জানতাম না।’ বার কাউন্সিলের পক্ষে প্রস্তাবে সই করেছেন সিবাল সহ বেশ কয়েকজন আইনজীবী। পাশাপাশি তাদের আপত্তি অগ্রাহ্য করে যেভাবে মিউজিয়াম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে বার অ্যাসোসিয়েশন। আগে যেখানে জাজেস লাইব্রেরি ছিল সেখানে আইনজীবীদের জন্য অ্যাসোসিয়েশন ক্যাফেটেরিয়ার দাবি করেছিল। তাদের যুক্তি, বর্তমান ক্যাফেটেরিয়াটি ছোট। সব আইনজীবীর স্থান হয় না। তবে সুপ্রিম কোর্ট সেখানে মিউজিয়াম তৈরি শুরু করেছে। এই নিয়ে প্রস্তাবে বলা হয়েছে, ‘হাইকোর্টের হাই সিকিউরিটি জোনে মিউজিয়াম তৈরির বিপক্ষে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিলাম। ক্যাফে কাম লাইব্রেরি তৈরির পক্ষেও সহমত হয়েছিলেন সদস্যরা।’ 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা