দেশ

ফের পাওয়ার বনাম পাওয়ার, আকর্ষণের কেন্দ্রে বারামতী

মুম্বই: ফের মহারাষ্ট্রের নির্বাচনে আকর্ষণের কেন্দ্রে উঠে আসছে বারামতীর নাম। পাওয়ার গড় বলে পরিচিত এই কেন্দ্রের গত লোকসভা ভোটে লড়াই হয়েছিল ননদ-বৌদির। শারদ-কন্যা সুপ্রিয়া সুলের সঙ্গে লড়াই ছিল শারদের দল ছেড়ে আলাদা দল গড়া ভাইপো অজিতের স্ত্রী সুনেত্রার। এবার আবার পাওয়ার বনাম পাওয়ার লড়াই বারামতীতে। মহাযুতি জোটের অজিত পাওয়ারের বিরুদ্ধে প্রার্থী হলেন শারদ পাওয়ারের নাতি যুগেন্দ্র পাওয়ার। তরুণ যোগেন্দ্র সম্পর্কে অজিতের ভাইপো। অজিতের ভাই শ্রীনিবাসের ছেলে। গত লোকসভা ভোটেও পিসি সুপ্রিয়ার হয়ে প্রচার চালিয়েছিলেন যুগেন্দ্র। গত লোকসভা ভোটে অজিতের স্ত্রী সুনেত্রাকে হারিয়েছিলেন সুপ্রিয়া। অর্থাৎ বকলমে জয়লভা করেছিলেন শারদ পাওয়ারই। এবার কি হবে?
তবে এরই মধ্যে মহারাষ্ট্রে দল ও জোটের অন্দরে অস্বস্তি বিজেপির। বিজেপি ইতিমধ্যেই প্রথম দফায় ৯৯ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এরপরই টিকিট না পেয়ে দল থেকে ইস্তফা দিয়েছেন বিদ জেলার বিজেপি সভাপতি রাজেন্দ্র মহাসকে। বুধবার তিনি যোগ দিলেন শারদ পাওয়ারের এনসিপিতে। এরইমধ্যে শাসক জোট মহাজুতির মতবিরোধও প্রকাশ্যে এসেছে। চারটি আসন নিয়ে প্রবল আপত্তি তুলেছে জোট শরিক মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের শিবসেনা। এগুলি হল কল্যাণ পূর্ব, থানে, আইরোলি ও মুরবাদ। কল্যাণে পদ্মফুলের প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে সুলাভা গাইকোয়াড়কে। তিনি গণপত গায়কোয়াড়ের স্ত্রী। এই গণপতই সিন্ধে-সেনার নেতা মহেশ গায়কোয়াড়কে উল্লাস নগরের হিল লাইন থানার ভিতরে গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ। এজন্য তিনি বর্তমানে জেলে রয়েছেন। দলের নেতার উপর হামলায় অভিযুক্তর স্ত্রীকে বিজেপি প্রার্থী করায় চটেছে সিন্ধের সেনা। থানে আসনেও সিন্ধের দলের দাবিকে পাত্তা দেয়নি পদ্মপার্টি। মুরবাদে বিজেপির বর্তমান বিধায়ককেই ফের প্রার্থী করা হয়েছে। কিন্তু তাঁকে নিয়ে অসন্তোষ রয়েছে সিন্ধের দলের কর্মীদের। আইরোলিতে বিজেপি টিকিট দিয়েছে গণেশ নায়েককে। অথচ গণেশের ছেলে সন্দীপ টিকিট না পেয়ে বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন শারদ পাওয়ারের এনসিপিতে। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা