দেশ

দক্ষিণ ভারত থেকে সভাপতি নির্বাচনের ভাবনা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাহুল গান্ধী উত্তরপ্রদেশ। প্রিয়াঙ্কা গান্ধী কেরল। দক্ষিণ ভারতের দীর্ঘকালের অভিযোগ হল, দেশের ভরকেন্দ্র উত্তর ভারত। সর্বদাই উত্তর থেকেই পরিচালিত হয় ভারতের শাসন ও রাজনীতি। দক্ষিণ ভারতীয় প্রধানমন্ত্রী অথবা জাতীয় দলের সভাপতি সাধারণত বেছে নেওয়া হয় না। বিশেষ বিশেষ পরিস্থিতিতে করা হয়। যদিও এই অভিযোগের সামগ্রিক সারবত্তা নেই। প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি কিংবা দলীয় সর্বভারতীয় সভাপতি—দক্ষিণের অনেক নেতাই বহুবার এই সব গুরুদায়িত্ব পেয়েছেন। এবার কংগ্রেসের এই মাস্টারস্ট্রোক থেকে বিজেপির শঙ্কা, প্রিয়াঙ্কাকে ওয়েনাড় থেকে জিতিয়ে এনে কংগ্রেস বার্তা দিতে চাইছে উত্তর ও দক্ষিণে গান্ধী পরিবারের দুই সদস্য এমপি থাকছেন। সুতরাং কংগ্রেস সমানভাবে বিচার করে উত্তর ও দক্ষিণকে। অতএব বিজেপির পরবর্তী সভাপতি দক্ষিণ থেকে কোনও নেতাকে করা যায় কি না, সেই সম্ভাবনা খতিয়ে দেখা শুরু হয়েছে। 
এর আগে দক্ষিণ ভারতের  বঙ্গারু লক্ষ্মণ থেকে বেঙ্কাইয়া নাইডু, জনা কৃষ্ণমূর্তিরা বিজেপির সভাপতি হয়েছেন। সুতরাং বিজেপির ইতিহাসে দক্ষিণের সভাপতি নতুন কিছু নয়। কিন্তু কর্ণাটকের অনন্তকুমার, অন্ধ্রপ্রদেশের বেঙ্কাইয়া নাইডুদের মতো প্রভাবশালী এবং দলে গুরুত্বপূর্ণ জাতীয় স্তরের নেতা এখন দক্ষিণ থেকে কম। তাই উভয় সঙ্কটে বিজেপি। তবুও বিজেপি আলোচনা করছে। উঠে আসছে জি কিষান রেড্ডি,  কে মুরুগান, নির্মলা সীতারামন ও প্রহ্লাদ যোশির নাম। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা