দেশ

দুর্ঘটনা এড়াতে এবার রেলের নয়া চমক ‘লিডার’

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একের পর এক ট্রেন দুর্ঘটনা। আর সেইসঙ্গে পাল্লা দিয়ে চমক। ট্রেন দুর্ঘটনা রোধে ফের নয়া চমকের পথে হাঁটছে কেন্দ্রের মোদি সরকার। এবার সেই চমকের গালভরা নাম ‘লিডার’ প্রযুক্তি। লিডার বা লাইট ডিটেকটিং অ্যান্ড রেঞ্জিং টেকনোলজি। রেললাইনে কোনওরকম গাফিলতি থাকলেই এই প্রযুক্তির সাহায্যে তৈরি হয়ে যাবে তার থ্রি-ডি ছবি। মুহূর্তের মধ্যে সতর্ক করে অ্যালার্ম বাজবে দায়িত্বপ্রাপ্ত রেল আধিকারিকের ঘরে এবং সংশ্লিষ্ট ট্রেন চালকের কেবিনে। বৃহস্পতিবার এমনই দাবি করেছে রেলমন্ত্রক। এরই পাশাপাশি রেল বোর্ডের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, এই ইস্যুতে শীঘ্রই প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার দরপত্র আহ্বান প্রক্রিয়া শুরু করা হবে। 
আপাতত একটি পাইলট প্রজেক্ট হিসেবেই এই প্রযুক্তি কাজে লাগানো হবে ভারতীয় রেল নেটওয়ার্কে। প্রাথমিকভাবে স্থির হয়েছে, গোড়ায় এই প্রযুক্তির ব্যবহার হবে দূরপাল্লার এক হাজার মেল, এক্সপ্রেস ট্রেন এবং দেড় হাজার কিলোমিটার রেল লাইনে। পুরো প্রক্রিয়া খতিয়ে দেখার পর ধাপে ধাপে যাবতীয় রেল নেটওয়ার্কেই এর ব্যবহার শুরু করা হবে। সামগ্রিক বিষয়টিকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে, ‘লিডার’ প্রযুক্তির হালও শেষমেশ ফগ ডিভাইস যন্ত্রের মতো হবে না তো? কারণ ফগ ডিভাইস যন্ত্র কোটি কোটি টাকা ব্যয়ে ব্যবহার করা শুরু হলেও আদতে ঘন কুয়াশার সময়ে ট্রেন লেটের ঘটনা বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ রেল। এই বছরও রেলমন্ত্রক আগাম জানিয়ে দিয়েছে, শীতে ঘন কুয়াশার সময় একাধিক ট্রেন বাতিল থাকবে। এড়ানো যাবে না ট্রেন লেটের ঘটনাও। ‘লিডার’ নিয়েও কার্যত একই প্রশ্ন উঠতে শুরু করেছে। রেল সূত্রে জানানো হয়েছে, লাইনে কোনও ফাটল থাকলে কিংবা কোনও গাফিলতি হলে অথবা কোনও অবাঞ্ছিত বস্তু পড়ে থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মুহূর্তকালের মধ্যেই তার থ্রি-ডি ইমেজ তৈরি করে ফেলবে ‘লিডার’। তা জানিয়ে দেবে ট্রেন চালক এবং দায়িত্বপ্রাপ্ত রেলকর্মীকে। রেললাইনের হালহকিকত সম্পর্কে একেবারে ‘রিয়েল টাইম’ তথ্য দেওয়ায় দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিতে পারবেন তাঁরা। ফলে এড়ানো যাবে বড়সড় দুর্ঘটনা।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা