দেশ

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ওড়িশা, সরানো হচ্ছে ১০ লক্ষাধিক মানুষকে, বন্ধ পুরী ও কোনারক মন্দিরের দরজা

ভুবনেশ্বর (পিটিআই): ঘূর্ণিঝড় ‘ডানা’ স্থলভাগে আছড়ে পড়ার আগে উদ্ধারকাজের মহাযজ্ঞ শুরু হয়েছে ওড়িশায়। ঝড়ের আগেই ১৪ জেলার ১০ লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলাই রাজ্য সরকারের লক্ষ্য। তারই মধ্যে মৌসম ভবন জানিয়েছে, নিম্নচাপ বলয়ের বাইরের অংশ (আউটার ব্যান্ডস) ইতিমধ্যেই পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করেছে। প্রচুর মেঘ নিয়ে তৈরি সেই অংশটি বুধবার স্থলভাবে ঢুকে গিয়েছে। এর প্রভাবে এদিন দুপুর থেকেই আবহাওয়ার অবনতি হয়েছে কেন্দ্রাপাড়া ও ভদ্রক জেলায়। শুরু হয়েছে বৃষ্টি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুধবার থেকে তিনদিন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার। এড়াছা সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ অক্টোবরের সিভিল সার্ভিস পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। আগামী ২৪ ও ২৫ অক্টোবর পর্যটকদের জন্য বন্ধ থাকবে নন্দনকানন চিড়িয়াখানা ও স্টেট বোটানিক্যাল গার্ডেনও।এরইমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরীর জগন্নাথ মন্দির ও কোনারক মন্দিরও বন্ধ রাখা হচ্ছে। ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই)  এব্যাপারে নির্দেশিকা জারি করেছে। আপাতত আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে মন্দিরের দরজা। 
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের দাপটে সমুদ্রে ২ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। এর ফলে কেন্দ্রাপাড়া, ভদ্রক ও বালেশ্বর জেলার  নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তার মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন। তৈরি হয়েছে মোট ২৮৮টি উদ্ধারকারী দল। এই দলগুলিতে রয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), ওড়িশা ডিজাস্টার র‌্যাপিড অ্যাকশন ফোর্স (ওডিআরএএফ) ও দমকল দপ্তরের কর্মীরা। মোট ১৪টি জেলা— অঙ্গুল, পুরী, নয়াগড়, খোরধা, কটক, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, জাজপুর, ভদ্রক, বালেশ্বর, কেওনঝাড়, ধেঙ্কানাল, গঞ্জাম ও ময়ূরভঞ্জকে বিপদসঙ্কুল বলে চিহ্নিত করেছে ওড়িশা সরকার। বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী সুরেশ পূজারি বলেন, বিপদের আশঙ্কায় এই ১৪ জেলায় মূলত উপকূলবর্তী এলাকাগুলির ৩ হাজারের বেশি গ্রামকে শনাক্ত করা হয়েছে। সাইক্লোন ‘ডানা’ স্থলভাবে আছড়ে পড়ার আগেই এইসব এলাকা থেকে মোট ১০ লক্ষ ৬০ হাজার ৩৩৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। তাঁদের জন্য খোলা হয়েছে প্রায় ৬ হাজার ত্রাণশিবির। সেখানে রান্না করা খাবার, পানীয় জল, ওষুধ, চিকিৎসক, শিশুদের জন্য দুধ সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা থাকছে। মহিলাদের নিরাপত্তার দিকটিও বিশেষভাবে নজরে রাখা হয়েছে। পাশাপাশি ওড়িশা সরকারের তরফে আপৎকালীন নম্বর প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, প্রয়োজনে ৭৬৮২৯৮২৬৬৮ বা ০৬৭৪-২৫৩৪১১৭—এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (এসইওসি) সঙ্গে।  
ঝড়ের উপর নজর। বুধবার লালবাজারে তোলা নিজস্ব চিত্র।
22h 22m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা