দেশ

কারখানার শ্রমিকের কাটা আঙুলই মিলেছিল আইসক্রিমে

পুনে: দিন কয়েক আগে আইসক্রিমের ভিতর মিলেছিল মানুষের হাতের আঙুল। সেই নিয়ে পুনে শহরে কার্যত তোলপাড় পড়ে গিয়েছিল। পুলিস সংশ্লিষ্ট ওই আইসক্রিম সংস্থার ইন্দাপুরের কারখানার বিরুদ্ধে তদন্তও শুরু করে। অবশেষে সেই কাটা আঙুলের ডিএনএ পরীক্ষায় জানা গেল, তা ওই কারখানারই এক শ্রমিকের। ২৪ বছরের ওই শ্রমিকের নাম ওমকার পোতের। তিনি মাস খানেক আগে কাজ করার সময়ে তাঁর আঙুল মেশিনে কেটে যায়। সেই কাটা অংশই আইসক্রিমের সঙ্গে মিশেছে। তবে কীভাবে ওই ঘটনার পর কোনও পদক্ষেপ ছাড়াই সেই আইসক্রিম একেবারে বিক্রির জন্য দোকানে পৌঁছে গেল, তা নিয়েই বিতর্ক ছড়িয়েছে।  
ঘটনার সূত্রপাত গত ১২ জুন। মালাডের বাসিন্দা ব্রেনডন ফেরাও ওই আইসক্রিম কিনেছিলেন। তবে খেতে গিয়ে তিনি দেখেন যে, আইসক্রিমের ভিতর রয়েছে কাটা আঙুল। তখনই ব্রেনডন পুলিসের দ্বারস্থ হন। বেশ কয়েক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। তাতে জানা যায়, সংশ্লিষ্ট আইসক্রিম সংস্থার ইন্দাপুরের কারখানায় এক শ্রমিকের কাজু-কিশমিশ কাটার যন্ত্রে আঙুল কেটে গিয়েছে। তারপরই ওমকার পোতের সঙ্গে যোগাযোগ করে তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ২৭ জুনই পুলিস জানতে পারে, ওমকারের ডিএনএ রিপোর্টের সঙ্গে ওই কাটা আঙুলের রিপোর্ট মিলে গিয়েছে। অন্যদিকে ওই শ্রমিকের কোনও শারীরিক অসুস্থতা বা রোগ ছিল কি না, তাও পরীক্ষা করা হয়েছে। তাতে জানা গিয়েছে, ওমকার পোতে পুরোপুরি সুস্থ। তাঁর কোনও রোগ নেই। প্রসঙ্গত, ওই আইসক্রিম সংস্থার লাইসেন্স ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে এফএসএসএআই।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থাগম যোগ। বিদ্যার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
30th     June,   2024
দিন পঞ্জিকা