দেশ

ফের পোশাক বদল রাহুলের, ফৈজাবাদের এমপি অবধেশের সঙ্গে ক্যান্টিনে আড্ডাও

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: ধবধবে সাদা কংগ্রেসি কুর্তা-পাজামা ছেড়ে আবার সাদা টি-শার্ট আর কালচে-নীল সিক্স পকেটস প্যান্ট। ফের ভোল বদল রাহুল গান্ধীর! শুক্রবার লোকসভায় নিট ইস্যুতে সোচ্চার হন তিনি। তরুণ প্রজন্মের দাবিতে সরব হওয়ার জন্যই এই ‘মাচো ইমেজ’ কি না, তা অবশ্য জানা যায়নি। তবে এদিন রাহুল ছিলেন অন্য মেজাজে। বিরোধী দলনেতা হিসেবে শুধু লোকসভায় নেতৃত্ব দেওয়া নয়, মুলতুবি পর্বেও তাঁকে দেখা গেল ‘ইন্ডিয়া’র নেতা হিসেবে। বেলা ১১ টা ১৬ মিনিটে প্রথম দফায় লোকসভা মুলতুবি হওয়ার পরে দেখা গেল, সমাজবাদী পার্টির ফৈজাবাদের (যে কেন্দ্রের মধ্যে পড়ে অযোধ্যা) এমপি বৃদ্ধ অবধেশ প্রসাদের হাত ধরে সংসদের ক্যান্টিনে নিয়ে গেলেন রাহুল। সঙ্গে দলের অন্য এমপিরা। একই টেবিলে ডিএমকের কানিমোঝি। পরে এসে যোগ দিলেন গৌরব গগৈ, শশী থারুর। পাশের টেবিলে তৃণমূলের সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়ারা। রাহুলের সঙ্গে তাঁরা সৌজন্য বিনিময়ও করলেন। 
অন্য সময় লোকসভা মুলতুবি হতেই রাহুলকে হয় সংসদের দলীয় অফিস, নয় বাড়ি চলে যেতে দেখা যেত। কিন্তু এদিন তা হয়নি। প্রথম দফায় মুলতুবির পর ফের সভা বসবে বেলা ১২ টায়। ৪৪ মিনিট সময় কাজে লাগালেন তিনি। ক্যান্টিনে চা-কফি, মাল্টি গ্রেইন ব্রাউন ব্রেড টোস্ট সহযোগে চলল আড্ডা-আলোচনা। নতুন সংসদ ভবনের ছবি ছাপানো কাপ-প্লেটে চা আসতেই ওয়েটারকে ডেকে রাহুল বললেন, ‘আমাকে সুগার ফ্রি দিতে পারেন?’ তারপর ৭৯ বছর বয়সি অবধেশ প্রসাদের কাছ থেকে শুনলেন তাঁর ভোটে জেতার কাহিনি। গত দুদিন তাঁকে কার্যত ‘ম্যাসকট’ মর্যাদা দিয়ে সংসদে ঘুরছিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। এদিন সেই ভূমিকায় দেখা গেল রাহুলকে। অবধেশ তাঁকে বললেন, ‘আমি অযোধ্যায় থাকি। সুরওয়ারি ফৈজাবাদে জন্মেছি। মানুষের মনের কথা বুঝি। তাই রামলালার আশীর্বাদে মানুষ আমাকে জিতিয়েছে। মন্দিরে থাকে দেবতা। আর মাটিতে... গণদেবতা!’ 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থাগম যোগ। বিদ্যার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
30th     June,   2024
দিন পঞ্জিকা