দেশ

পরবর্তী বিদেশ সচিব চীন বিশেষজ্ঞ বিক্রম মিস্ত্রি

নয়াদিল্লি: শুক্রবার ভারতের নতুন বিদেশ সচিব হিসেবে বেছে নেওয়া হল চীন বিশেষজ্ঞ বিক্রম মিস্ত্রিকে। এদিন এক সরকারি বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিস্ত্রি দীর্ঘদিন (২০১৯-২০২১) বেজিংয়ে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিনয় কোয়াত্রার স্থলাভিষিক্ত হচ্ছেন। গত এপ্রিলে ছ’মাসের জন্য বিনয়ের মেয়াদ বাড়ানো হয়। এদিন সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি ১৪ জুলাই পর্যন্ত বিদেশ সচিবের দায়িত্ব পালন করবেন। তারপর (১৫ জুলাই) দেশের নতুন বিদেশ সচিব হিসেবে কার্যভার গ্রহণ করবেন বিক্রম মিস্ত্রি। সূত্রের খবর, আমেরিকায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হতে পারেন বিনয় কোয়াত্রা। 
বিনয় মিস্ত্রি ১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) অফিসার। তিনি তিন প্রধানমন্ত্রী, আই কে গুজরাল, মনমোহন সিং ও নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালনের নজির গড়েছেন। চীনের পাশাপাশি স্পেন ও মায়ানমারের রাষ্ট্রদূতের দায়িত্বভারও সামলেছেন তিনি। বিক্রম মিস্ত্রি জাতীয় নিরাপত্তা কাউন্সিলে যোগ দেন ২০২২ সালের জানুয়ারিতে। ২০২০ সালের মে মাসে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চীন সেনার মুখোমুখি অবস্থানের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে বছরই জুনে গলওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘাত হয়। তাতে ভারতের ২০ জন জওয়ান শহিদ হন। চীনা লাল ফৌজের চারজনের মৃত্যু হয়। চীনের রাজনীতি সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতার কারণেই দেশের পরবর্তী বিদেশ সচিব হিসেবে ফেভারিট ছিলেন বিক্রম মিস্ত্রিই। সেই জল্পনাই সত্যি হল। 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থাগম যোগ। বিদ্যার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
30th     June,   2024
দিন পঞ্জিকা