দেশ

আজ শুরু অমরনাথ যাত্রা

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: প্রস্তুতি সম্পূর্ণ। শনিবার ভোরেই শুরু হবে অমরনাথ যাত্রা। তার জন্য শুক্রবার কড়া নিরাপত্তায় পুণ্যার্থীদের প্রথম দলটি পৌঁছল শ্রীনগরে। রাতেই পুন্যার্থীরা পৌঁছে গিয়েছেন বালতাল ও পহেলগাঁওয়ের বেস ক্যাম্পে। তার আগে কুলগাঁওয়ের কাজিগুন্দের নবযুগ টানেলে প্রশাসন ও স্থানীয়দের তরফে ৪ হাজার ৬০৩ জন পুণ্যার্থীকে স্বাগত জানানো হয়। সেখান থেকে পুণ্যার্থীদের নিয়ে ২৩১টি বিভিন্ন ধরনের গাড়ির কনভয় এসে পৌঁছায় শ্রীনগরে। ৫২ দিনের যাত্রা শুরু হবে শনিবার। শেষ হবে ১৯ আগস্ট। যাত্রা শুরু হবে দু’টি পথে। একটি অনন্তনাগের ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পহেলগাঁও রুট। অপরটি, ১৪ কিলোমিটার দীর্ঘ গান্ধেরবালের বালতাল রুট। ৪ হাজার ৬০৩ জন পুণ্যার্থীর মধ্যে রয়েছেন ৩ হাজার ৬৩১ জন পুরুষ, ৭১১ জন মহিলা, ২৫২ জন সাধু এবং ন’টি শিশু।
এদিন ভোরে জম্মুর ভগবতী নগরের যাত্রীনিবাস প্রাথমিক বেসক্যাম্প থেকে এই পুণ্যার্থীদের যাত্রার সূচনা করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ‘বোম বোম ভোলে’, ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক। লেফটেন্যান্ট গভর্নর পুণ্যার্থীদের নিরাপদ যাত্রার জন্য শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘বাবা অমরনাথজির আশীর্বাদ সকলের জীবনে শান্তি, সুখ এবং সমৃদ্ধি আনুক।’ কুলগাঁওয়ের ডিসি আতহার আমির খান জানিয়েছেন, ‘স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ, বণিক সংগঠন, ফল ব্যবসায়ী এবং বাজার সংগঠনের তরফে পুণ্যার্থীদের স্বাগত জানানো হয়।’ জানা গিয়েছে, এদিনই পুণ্যার্থীরা দু’টি দলে বিভক্ত হয়ে বালতাল ও পহেলগাঁওয়ের বেসক্যাম্পের দিকে রওনা হয়েছেন। শনিবার ভোরেই তাঁরা ৩ হাজার ৮৮০ মিটার উঁচু পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা দেবেন। ২৮ জুন থেকে ১৯ আগস্টের মধ্যে বিভিন্ন এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বছর অমরনাথ যাত্রার জন্য সাড়ে তিন লক্ষেরও বেশি পুণ্যার্থী নাম নথিভুক্ত করেছেন। দু’টি রুটে পুণ্যার্থীদের জন্য ১২৫টি কমিউনিটি কিচেন (বা লঙ্গরখানা)-এর ব্যবস্থা করা হয়েছে। গোটা পথে ৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুণ্যার্থীদের সাহায্যে থাকবেন।
বাসে অমরনাথ তীর্থযাত্রীরা। শুক্রবার জম্মুতে পিটিআইয়ের তোলা ছবি।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থাগম যোগ। বিদ্যার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
30th     June,   2024
দিন পঞ্জিকা