দেশ

মুখ বন্ধে নির্যাতিতাকে নগদ দেন ইয়েদুরাপ্পা

নয়াদিল্লি: মুখ বন্ধ রাখতে নির্যাতিত নাবালিকা ও তার মাকে টাকা দিয়েছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। বিশেষ পকসো আদালতে পেশ করা চার্জশিটে এমনই দাবি করেছে পুলিস। শুধু ইয়েদুরাপ্পাই নন, তাঁর তিন সহযোগী অরুণ, রুদ্রেশ এবং মারিস্বামীও পরবর্তীতে নির্যাতিতাকে টাকা দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ৮১ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। পাশাপাশি, তাঁর সহযোগীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে। 
এদিকে, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলা খারিজের আর্জি জানিয়ে ইতিমধ্যেই কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইয়েদুরাপ্পা। পুলিসের চার্জশিট অনুযায়ী, চলতি বছরের ২ ফেব্রুয়ারি সকাল সওয়া এগারোটা নাগাদ মায়ের সঙ্গে ইয়েদুরাপ্পার বাসভবনে যায় ১৭ বছরের ওই কিশোরী। সেখানেই একটি বন্ধ ঘরে তাকে যৌন নিগ্রহ করেন ইয়েদুরাপ্পা। মেয়েটি ভয় পেয়ে চিৎকার করলে তিনি তার হাতে কিছু নগদ টাকা গুঁজে দেন। পরে তার মাকেও কিছু টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন ইয়েদুরাপ্পা। কিন্তু, ২০ ফেব্রুয়ারি নির্যাতিতার মা ফেসবুকে এই ঘটনা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। তখন ইয়েদুরাপ্পার হয়ে অরুণ, রুদ্রেশ ও মারিস্বামী নির্যাতিতার বাড়িতে হাজির হন। তারপর মহিলাকে দিয়ে ফেসবুক এবং ফোনের গ্যালারি থেকে ভিডিওটি ডিলিট করান তাঁরা। পরিবর্তে নগদ দু’লক্ষ টাকা দেওয়া হয় নির্যাতিতার মাকে।
চলতি বছর মার্চে সদাশিবনগর থানায় ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরে সেই মামলার তদন্তভার পায় কর্ণাটক সিআইডি। এরই মধ্যে গত মাসে বেঙ্গালুরু একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার মায়ের। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থাগম যোগ। বিদ্যার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
30th     June,   2024
দিন পঞ্জিকা