দেশ

পুরনো পদে ফিরলেন স্যাম পিত্রোদা

নয়াদিল্লি: ব্যবধান মাত্র দেড় মাস। ফের স্যাম পিত্রোদাকে পুরনো পদে ফেরাল কংগ্রেস। বুধবার দলের এক বিবৃতিতে তাঁকে কংগ্রেসের ওভারসিজ শাখার চেয়ারম্যান পদে ফেরানোর কথা জানানো হয়েছে। লোকসভা নির্বাচনের প্রচার চলাকালে তাঁর একাধিক মন্তব্যে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির হাতে প্রচারের অস্ত্র তুলে দিয়েছিল। একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে পিত্রোদা বলেন, ভারত বৈচিত্র্যময় দেশ। এই দেশের পূর্বাঞ্চলের লোকজনকে চীনাদের মতো দেখতে, পশ্চিমের মানুষকে আরবীয়দের মতো, উত্তরের মানুষকে শ্বেতাঙ্গদের মতো ও দক্ষিণের বাসিন্দাদের আফ্রিকানদের মতো দেখতে। উত্তরাধিকার কর সংক্রান্ত মন্তব্যও কংগ্রেসের অস্বস্তি বাড়ায়। ভোটের বাজারে স্বাভাবিকভাবে ওই মন্তব্যকে লুফে নেন মোদি। আক্রমণ শানাতে শুরু করেন বিজেপি নেতৃত্ব। এর পরেই তাঁর সঙ্গে দূরত্ব বাড়ায় হাত শিবির। কিছুটা কোণঠাসা হয়েই পদ ছাড়তে হয় তাঁকে। ভোট মিটতেই অবশ্য তাঁকে নিজের পদে ফিরিয়ে আনা হল। এই প্রসঙ্গেকংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, নিজের মন্তব্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন স্যাম পিত্রোদা। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে রমেশ লিখেছেন, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে প্রচারের সময় স্যাম পিত্রোদা যে মন্তব্য করেছিলেন, তা কংগ্রেসের কাছে গ্রহণযোগ্য নয়। এর পরেই পারস্পরিক সম্মতির ভিত্তিতে কংগ্রেসেরওভারসিজ শাখার চেয়ারম্যান পদ ছাড়েন তিনি। পরে নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। নরেন্দ্র মোদি প্রচারের সময় কীভাবে তাঁর বক্তব্যকে বিকৃত করেছিলেন, সেকথাও জানান পিত্রোদা। এর পরেই তাঁকে পুরনো পদে পুনর্বহাল করেন কংগ্রেস সভাপতি। ভবিষ্যতে এই ধরনের কোনও মন্তব্য করা থেকে বিরত থাকবেন বলেও দলকে জানিয়েছেন পিত্রোদা।
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা