দেশ

ছাদ নয়, বিদ্যুতের তারের পাইপ দিয়েই জল ঢুকছে রামমন্দিরে

নয়াদিল্লি: রামমন্দিরের মধ্যে বৃষ্টির জল ঢুকেছে। অবশেষে স্বীকার করে নিল কর্তৃপক্ষ। তবে ছাদে কোনও ছিদ্র বা নির্মাণে বড় কোনও ত্রুটির কারণে তা হয়নি। বরং বিদ্যুতের তার যে পাইপ দিয়ে যায়, সেখান দিয়েই এই জল ঢুকেছে। মঙ্গলবার এই দাবি করেছেন রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি বলেন, ‘ছাদ দিয়ে বৃষ্টির জল চুঁইয়ে পড়েনি। বিদ্যুৎ সরবরাহের জন্য মন্দিরের মধ্যে পাইপ বসানো হয়েছে। সেই পাইপ দিয়েই জল ঢুকেছে মন্দিরে। আমি নিজে মন্দিরের অবস্থা খতিয়ে দেখেছি। দ্বিতীয় তলের কাজ চলছে। এই নির্মাণ সম্পূর্ণ হলেই জল ঢোকার সমস্যা মিটে যাবে।’ 
চলতি বছরের ২২ জানুয়ারি ধুমধাম করে রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের আগে নির্মীয়মাণ মন্দিরের উদ্বোধন নিয়ে তীব্র বিতর্ক দেখা যায়। রামমন্দির আবেগ কাজে লাগিয়ে বিজেপির ভোট টানার কৌশলও সফল হয়নি। এই অবস্থায় সোমবার রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস অভিযোগ করেছিলেন, ছাদ দিয়ে বৃষ্টির জল চুঁইয়ে ঢুকছে গর্ভগৃহে। এমনকি সেই জল বের করার কোনও ব্যবস্থা নেই মন্দিরে। সত্যেন্দ্রর এই অভিযোগ নিয়ে হইচই শুরু হয়ে যায়। ঘটা করে উদ্বোধনের মাত্র পাঁচমাসের মধ্যেই রামমন্দিরের এই বেহাল দশা হল কেন, সেই প্রশ্ন ওঠে। যদিও রামমন্দির নির্মাণ কমিটি বেহাল দশার কথা মানতে চায়নি। জুলাইয়ের মধ্যেই মন্দিরের প্রথম তলের নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন চেয়ারম্যান। 
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা