দেশ

লেফটেন্যান্ট গভর্নরকে আড়াল করা নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল ডিডিএ

নয়াদিল্লি: সড়ক সম্প্রসারণের জন্য দিল্লির রিজ এলাকায় বহু গাছ কাটা হয়েছে। এই ঘটনায় লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনাকে আড়াল করার অভিযোগে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিকে (ডিডিএ) ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। অভিযোগ উঠেছে, রিজ এলাকায় গাছা কাটার নির্দেশ দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। গত ৩ ফেব্রুয়ারি তিনি নিজে রিজ এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন বলে খবর। সোমবার এ নিয়ে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) কাছে তথ্য চেয়েছিলেন বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়াকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের দুই সদস্যের বিশেষ বেঞ্চ। বুধবার ডিডিএ-র আইনজীবী মনিন্দর সিং জানান, সাক্সেনা সেদিন কোথায় গিয়েছিলেন, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি ওকা। তিনি বলেন, ‘আপনাদের গাফিলতির শেষ নেই। একটা সাধারণ নথিও আপনারা জোগাড় করতে পারেন না। আশা করছি ডিডিএ-র চেয়ারম্যান বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।’ 
এর আগে বেআইনিভাবে গাছ কাটার সঙ্গে যুক্ত ডিডিএ-র আধিকারিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর নির্দেশ দিয়েছে ক্ষুদ্ধ আদালত। আরাবল্লি পর্বতের বিস্তৃত শৈলশিরার অংশ এই রিজ এলাকা জৈব বৈচিত্র্যে পূর্ণ। অভিযোগ উঠেছে, রাস্তা সম্প্রসারণের জন্য ১ হাজার ১০০টি গাছ কাটা হয়েছে। ডিডিএ অবশ্য দাবি করেছে ৬৩০টি গাছ কাটা হয়েছে। এতগুলি গাছ কেটে সরিয়ে নেওয়া হল, কেন কেউ প্রতিবাদ করল না কেন? শার্লক হোমসের তুলনা টেনে ‘কুকুর কেন চিৎকার করল না’ জানতে চেয়েছে আদালত। এতগুলি গাছ কাটার ঘটনায় ‘ভিতরের কারও যোগ’ রয়েছে বলে সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছে। আদালতের কথায়, ‘কোনও কিছুই গোপন করা যাবে না। সর্বোচ্চ স্তর থেকেও এই নিয়ে সিদ্ধান্ত হলেও, তা প্রকাশ করতে হবে।’
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা