দেশ

নিট-নেট দুর্নীতি: মুখ বাঁচাতে কি সরানো হতে পারে ধর্মেন্দ্র প্রধানকে? তুঙ্গে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যত দিন যাচ্ছে, পরীক্ষা দুর্নীতি নিয়ে ততই কোণঠাসা হচ্ছে বিজেপি। ঘরে-বাইরে বাড়ছে বিড়ম্বনা। পাশাপাশি, এই ইস্যুতে চাপ রয়েছে এনডিএ’র অন্যান্য শরিক দলের তরফেও। এমনকী সংসদের বিশেষ অধিবেশনেও এ ব্যাপারে কেন্দ্রকে রেয়াত করছে না বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এমপি হিসেবে শপথ নেওয়ার সময় বিরোধীরা এদিন ‘শেম’ ‘শেম’ আওয়াজ তুলেছেন। মহাজোট ‘ইন্ডিয়া’র এমপি পাপ্পু যাদব ‘রি-নিট’ লেখা পোস্টার গায়ে ঝুলিয়েই সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। এই পরিস্থিতিতে পরীক্ষা দুর্নীতি নিয়ে মুখ বাঁচানোর মরিয়া উপায় খুঁজছে শিক্ষামন্ত্রক। জানা যাচ্ছে, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই সংসদের বিশেষ অধিবেশন চলাকালীনই কক্ষের মধ্যে নিট, নেট এবং এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) নিয়ে বিবৃতি দিতে পারেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সম্ভবত শুক্রবারের মধ্যেই এ ব্যাপারে বিবৃতি দিতে পারেন তিনি।
বুধবার শিক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার দুই কক্ষের সাংসদদের উদ্দেশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের পরই সম্ভবত সভা মুলতুবি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কাল, শুক্রবার পরীক্ষা দুর্নীতি নিয়ে বিবৃতি দিতে পারেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তবে এই ইস্যুতে আরও একটি প্রশ্নে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে। তা হল, চরম বিতর্কের জেরে কি শেষমেশ দায়িত্ব থেকে সরতে হতে পারে ধর্মেন্দ্র প্রধানকে? যদিও এ ব্যাপারে প্রত্যাশিতভাবেই মুখে কুলুপ এঁটেছে শিক্ষামন্ত্রক। তবে প্রথম সারির এক বিজেপি এমপির কথায়, ‘বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর এক্তিয়ারভুক্ত। আমাদের শুধু দেখে যাওয়া ছাড়া কিছু করার নেই।’ সরকারিভাবে মন্তব্য না করলেও শিক্ষামন্ত্রক সূত্রে অবশ্য এহেন জল্পনা স্পষ্টই উড়িয়ে দেওয়া হয়েছে। 
মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ‘বিষয়টি চেপে না রেখে মুহূর্তের মধ্যে পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। পরীক্ষা বাতিল করা হয়েছে। সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। এক রাতের মধ্যে তো সমাধান সম্ভব নয়।’ শিক্ষামন্ত্রক সূত্রে খবর, উল্লিখিত ইস্যুতে সারা দেশে মোট ১১০টি কারণ দর্শানোর নোটিস জারি করেছে কেন্দ্র। সব মিলিয়ে চরম তৎপর এনডিএ সরকার। মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, আগামী ৩০ জুনের মধ্যেই নিট-ইউজির সংশোধিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। কেন্দ্র-বিরোধিতায় অবশ্য ইতিমধ্যেই ময়দানে নেমেছে সর্বভারতীয় ছাত্র সংগঠনগুলি। বুধবার দিল্লির যন্তরমন্তরে পরীক্ষা দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে জেএনইউয়ের ছাত্র সংসদও।
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা