দেশ

উত্তরাখণ্ডে নাবালিকাকে গণধর্ষণ ও খুন, অভিযুক্ত নেতাকে ছাঁটল বিজেপি

নয়াদিল্লি: ১৩ বছরের নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন উত্তরাখণ্ডের বিজেপি নেতা আদিত্যরাজ সাইনি। এবার তাঁকে বরখাস্ত করল দল। সম্প্রতি তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণি কমিশনে নির্বাচিত সদস্য হয়েছিলেন। সেই পদ থেকেও তাঁকে সাসপেন্ড করেছে গেরুয়া শিবির। ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে সাইনির বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছে। একইসঙ্গে পকসো ধারাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। 
উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে সাইনি দলের টিকিটেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে জানা গিয়েছে। দিন তিনেক আগে ১৩ বছরের ওই কিশোরী নিখোঁজ হয়ে যান। মঙ্গলবার বাহাদরাবাদ এলাকায় হাইওয়ের পাশে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিস জানিয়েছে, ওই কিশোরীকে মোবাইলে ফোন করা হলে সেই ফোন ধরে সাইনি তার পরিবারকে জানিয়েছিলেন যে, নাবালিকা তাঁর সঙ্গে রয়েছে। তবে পরদিন কিশোরীর বাড়ির লোকজন ওই নেতার বাড়ি গেলে তিনি জানিয়ে দেন যে, কিশোরী তাঁদের বাড়িতে নেই। শেষপর্যন্ত মৃতদেহ উদ্ধার হওয়ার পর পুলিসে অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার। ইতিমধ্যেই সাইনি ও তাঁর ভাই অমিতের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের হয়েছে। পাঁচ সদস্যের পুলিস টিম গঠন করে মামলার তদন্তও শুরু হয়েছে। 
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা