দেশ

উচ্চবর্ণের মাত্র এক শতাংশের হাতেই দেশের ৪০ ভাগ সম্পদ

নয়াদিল্লি: মোদি সরকারের স্লোগান হল— সবকে সাথ, সবকা বিকাশ। কিন্তু, বিশ্ব বৈষম্য রেকর্ড অন্য কথাই বলছে। কারণ, সাম্প্রতিক রিপোর্টে ভারতের অর্থনৈতিক বৈষম্যের বিবর্ণ ছবি ফুটে উঠেছে। জাতিভিত্তিক আর্থিক বৈষম্যও অত্যন্ত প্রকট। দেখা যাচ্ছে, দেশের প্রায় ৯০ শতাংশ কোটিপতিই উচ্চবর্ণের। ওই তালিকায় তফসিলি উপজাতির কোনও ভাগই নেই। দেশে সম্প্রতি জাতিগত জনগণনার দাবি জোরাল হয়েছে। বিহারের সম্প্রতি এধরনের একটি সমীক্ষা রিপোর্টেও এধরনের অসাম্যের বিষয়টি দেখা গিয়েছে। এরইমধ্যে ‘টুওয়ার্ডস ট্যাক্স জাস্টিস অ্যান্ড ওয়েলথ রিডিস্ট্রিবিউশন ইন ইন্ডিয়া’ শীর্ষক রিপোর্টে ভারতে সম্পদ বণ্টনের ক্ষেত্রে এই জাতিগত বৈষম্যর বিষয়টিই ধরা পড়েছে। রিপোর্ট বলছে, দেশের মোট সম্পদের ৪০ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে উচ্চবর্ণের এক শতাংশের হাতে। যা ভারতের ক্রমবর্ধমান বৈষ্যমের দিকেই ইঙ্গিত করছে। 
রিপোর্টে জনসংখ্যার বিন্যাসের ভিত্তিতে ভারতের কোটিপতিদের নিরিখে ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতিগত বৈষম্যের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে ২০০৮ সালে ভারতে উচ্চবর্ণের কোটিপতি ছিলেন ৮৮.৬০ শতাংশ। সেখানে অন্যান্য অনগ্রসর শ্রেণির হার ১০.৪০ শতাংশ। ২০১৮ সালে এই পরিসংখ্যান ছিল যথাক্রমে ৮১.৭০ শতাংশ এবং ১৪.৪০ শতাংশ। ২০২০ সালে কোটিপতির ক্ষেত্রে উচ্চবর্ণের প্রতিনিধিত্ব বেড়ে দাঁড়ায় ৮৪.৩০ শতাংশ। সেখানে অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধিত্ব কমে হয় ১১.৬০ শতাংশ। ২০২২ সালে এই অঙ্ক দাঁড়ায় যথাক্রমে ৮৮.৪০ শতাংশ এবং ৯ শতাংশ। প্রতি ক্ষেত্রেই তফসিলি জাতির অতি সামান্য অংশীদারি থাকলেও তফসিলি উপজাতিভূক্তদের নেই।
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা