দেশ

প্রশ্ন ফাঁসে ১০ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানা

নয়াদিল্লি: একের পর এক জাতীয় স্তরের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মুখ পুড়েছে কেন্দ্রের। এই অবস্থায় শুক্রবার ‘অ্যান্টি পেপার লিক ল’ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্র। একই সঙ্গে এদিন থেকেই এই রুল কার্যকর করা হল। নতুন আইন অনুযায়ী ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হয়েছে। ফেব্রুয়ারিতেই প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় প্রতারণা রুখতে ‘পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশনস অব আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ পাস হয়েছিল। এরপর লোকসভা ভোট প্রক্রিয়া শুরু হয়ে যায়। তারপর এই নিয়ে আর অগ্রগতি হয়নি। সম্প্রতি ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট এবং ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন আইন মন্ত্রক রুল তৈরি করছে। তবে নিট এবং নেট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা এই আইনের আওতায় আসবে না বলেই খবর। 
শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে কারচুপিতে দোষী সাব্যস্ত হলে কমপক্ষে তিন বছর জেল হতে পারে। হাজতবাসের মেয়াদ পাঁচ বছর। সঙ্গে ১০ লক্ষ টাকা জারামান। এই আইনের অধীন সকল ধারাই শাস্তিযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ। অপরাধের কথা জানা সত্ত্বেও কর্তৃপক্ষকে অবগত না করলে পরীক্ষার সঙ্গে যুক্ত সংস্থার এক কোটি টাকা জরিমানা করা হবে। এছাড়া পরীক্ষা নিয়ামক সংস্থার কোনও আধিকারিক অনিয়মের সঙ্গে যুক্ত থাকলে ৩ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং ১ কোটি টাকা জরিমানার সংস্থান রয়েছে নয়া আইএন। এই সংক্রান্ত সংগঠিত অপরাধে পরীক্ষা গ্রহণকারী সংস্থার যোগ পাওয়া গেলে কর্তাদের ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানা করা হবে।  
5d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা