দেশ

জম্মু-কাশ্মীর সহ চার রাজ্যের ভোট প্রস্তুতি শুরু করল কমিশন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: এক দশক পরে ভোট হতে চলেছে জম্মু-কাশ্মীরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীনগর গিয়ে ফের জম্মু-কাশ্মীরকে সম্পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেই ভূস্বর্গের ভোট প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ, ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে ভোট করাতে হবে। সেই মতো উদ্যোগ বাড়াল কমিশন। একইসঙ্গে হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ডের সংশোধন, সংযোজনের কাজ আরম্ভ হবে শীঘ্রই। আগামী ২০ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। সেই মতো সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরে ভোট হতে পারে বলেই জানা গিয়েছে। বেশ কয়েক দফায় ভোট হবে জম্মু-কাশ্মীরে। আগে বিধানসভায় ৮৭ আসন ছিল। এখন আসন পুর্নবিন্যাসের ফলে বেড়ে হয়েছে ৯০। 
চার রাজ্যের মোট আসন সংখ্যা ৫৪৯। কমিশন চাইছে, আগে স্রেফ জম্মু-কাশ্মীরের ভোট সেরে পরে বাকি তিন রাজ্যে একসঙ্গে ভোট করানো। গতবার (২০১৯ সালে) হরিয়ানা (৯০ আসন) আর মহারাষ্ট্রের (২৮৮ আসন) ভোট হয়েছিল একসঙ্গে। ২১ অক্টোবর। পাঁচ দফায় ভোট হয়েছিল ঝাড়খণ্ডে (৮১ আসন)। ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর। তবে এবার এই তিন রাজ্য একসঙ্গে ভোট করার পক্ষেই কমিশন। এ ব্যাপারে অবশ্য সংশ্লিষ্ট রাজ্যের রাজনৈতিক দলগুলির মতামতও নেওয়া হবে। নিয়ম হল, বিধানসভার মেয়াদ শেষের ছ’ মাস আগে থেকেই কমিশনের হাতে কার্যত রাজ্যের ক্ষমতা চলে আসে। ফলে ওই ছ’ মাসের মধ্যে যেকোনও সময় নির্বাচন করাতে পারে কমিশন। 
বিজেপি শাসিত হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ নভেম্বর। বিজেপি-শিবসেনা-এনসিপির রাজ্যপাটে মহারাষ্ট্র ২৬ নভেম্বর। কংগ্রেস-জেজেএমের শাসনে ঝাড়খণ্ডের মেয়াদ শেষ আগামী ৫ জানুয়ারি। জম্মু-কাশ্মীরে এখন কোনও সরকারই নেই। ২০১৪ সালের পর ফের ভোট হতে চলেছে। সেবার পিডিপির সঙ্গে বিজেপি সরকার গড়েছিল। কিন্তু ২০১৮ সালে বিজেপি সমর্থন প্রত্যাহার করে। মেহবুবা মুফতির মুখ্যমন্ত্রিত্বে টালমাটাল সরকার ভঙ্গ হয়ে যায়। রাষ্ট্রপতি শাসন জারি হয়। তারপরই ২০১৯ সালে কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল। রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। সেই চলছে। তাই এবার চার রাজ্যের মধ্যে জম্মু-কাশ্মীরের ভোট সবচেয়ে কৌতূহলের। নির্বাচন কমিশন জানিয়েছে, জম্মু-কাশ্মীরে এবার লোকসভা নির্বাচনে যেভাবে সাধারণ মানুষের সাড়া মিলেছে, তা অভাবনীয়। তাই বিধানসভাতেও একইভাবে সাধারণ মানুষ ভোট দেবেন বলেই আশা করছে কমিশন। 
5d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা