দেশ

মারাঠা ও ওবিসিদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে চায় মহারাষ্ট্র সরকার, অভিযোগ জারাঙ্গের

পুনে: মারাঠা ও অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে চাইছে মহারাষ্ট্র সরকার। এমনটাই অভিযোগ মারাঠা আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গের। শুক্রবার ছত্রপতি শম্ভাজিনগরের হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। সেখানে জারাঙ্গে জানান, মারাঠা এবং ওবিসিদের মধ্যে তিনি কোনও দ্বন্দ্ব তৈরি হতে দেব না। মারাঠাদের ওবিসি ‘মর্যাদা’ দেওয়ার দাবিতে লড়ছেন জারাঙ্গে। তাঁর অভিযোগ, সরকারের ৮-৯ জন ব্যক্তি মারাঠা সম্প্রদায়কে ঘৃণা করেন। ঠিক সময়ে তাঁদের নাম প্রকাশ্যে নিয়ে আসা হবে। এদিকে, মনোজের অভিযোগের দিনই মহারাষ্ট্রের তিন মন্ত্রী ওবিসি আন্দোলনের কর্মী লক্ষ্মণ হাকে ও নবনাথ ওয়াঘমারের সঙ্গে দেখা করেন। মারাঠাদের ওবিসি মর্যাদা যাতে না দেওয়া হয়, তার দাবিতে ১৩ জুন থেকে পাল্টা অনশনে বসেছেন তাঁরা। এদিন জালনা জেলার ওয়াদিগোদরি গ্রামে যান ওই তিন মন্ত্রী ও বিধান পরিষদের এক সদস্য। দুই আন্দোলনকারীর সঙ্গে ফোনে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কথাও বলিয়ে দেন মন্ত্রী গিরিশ মহাজন। বিধান পরিষদের সদস্য গোপীচাঁদ পাদালকার জানান, মুম্বইয়ে ওবিসিদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সরকারের বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। তবে দুই অনশনকারী জানিয়েছেন, লিখিত প্রতিশ্রুতি ছাড়া তাঁরা অনশন ভাঙবেন না। এই প্রসঙ্গে জারাঙ্গে বলেন, ওবিসি কোটা না বদলানো নিয়ে আন্দোলনে কোনও দোষ তিনি দেখছেন না। 
মারাঠাদের ওবিসি-ভূক্ত করে সংরক্ষণের দাবিতে দীর্ঘ কয়েক মাস ধরে আন্দোলন চলছে। জারাঙ্গে চান দ্রুত মারাঠাদের কুনবি শংসাপত্র দেওয়া হোক। কৃষিজীবী কুনবি সম্প্রদায় ইতিমধ্যেই ওবিসি-ভূক্ত। জারাঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানান, কয়েক মসের মধ্যেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। যারা দুটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়াতে চাইবে, তাদের রাজনৈতিকভাবে ‘ডুবিয়ে’ দেবে মারাঠারা।’ 
5d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা