দেশ

যৌন অপরাধের ক্ষেত্রে পুরুষ সঙ্গী সব সময় দোষী নন: এলাহাবাদ হাইকোর্ট

প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ): যৌন অপরাধের ক্ষেত্রে পুরুষ সঙ্গীই সব সময়ে দোষ করেন, তা নয়। এই যুক্তিতেই ধর্ষণের মামলায় এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে মুক্তি দিয়েছে। বিচারপতি রাহুল চতুর্বেদী ও বিচারপতি নন্দপ্রভা শুক্লা বলেছেন, যৌন অপরাধের আইন নারীকেন্দ্রিক ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে, পুরুষ সঙ্গী সবসময়ই ভুল। সংশ্লিষ্ট আইনটি রয়েছে মেয়েদের মর্যাদা ও সম্মান রক্ষার জন্য। কিন্তু, পরিস্থিতি মূল্যায়নের সময়ে নির্দোষ প্রমাণের দায় শুধু পুরুষ সঙ্গীর নয়, বরং দু’জনেরই।
জানা গিয়েছে, ২০১৯ সালে প্রয়াগরাজের ওই মহিলা অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। কিন্তু, এখন বিয়ে করতে অস্বীকার করছেন। উপরন্তু তাঁর জাত নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। ২০২০ সালে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। কিন্তু, গত ৮ ফেব্রুয়ারি প্রয়াগরাজের ট্রায়াল কোর্ট অভিযুক্তকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দেয়। তবে, ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারায় (স্বেচ্ছায় আঘাত করা) তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। এই রায়ের বিরুদ্ধে আবেদন করেই অভিযোগকারিণী এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। অভিযুক্ত যুবক জানান, সম্মতির ভিত্তিতেই তাঁদের শারীরিক সম্পর্ক হয়েছিল। কিন্তু, অভিযোগকারিণীর দাবি অনুযায়ী তিনি ‘যাদব’ সম্প্রদায়ের অন্তর্গত নয় জানতে পেরেই তিনি বিয়েতে রাজি হননি। আদালত জানতে পারে, ২০১০ সালে অভিযোগকারিণীর বিয়ে হয়েছিল। বিয়ের দু’বছর পর থেকে তিনি স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন। কিন্তু, আইনত বিবাহ বিচ্ছেদ না করেই তিনি নিজের জাত লুকিয়ে অভিযুক্ত যুবকের সঙ্গে পাঁচ বছর ধরে সহবাস করেছেন। বিচারপতিরা বলেন, ওই মহিলা ইতিমধ্যেই বিবাহিত। তিনি বিবাহ বিচ্ছেদ না করে এবং নিজের জাত গোপন করে কোনও আপত্তি ও দ্বিধা ছাড়াই যে, পাঁচ বছর ধরে অভিযুক্তের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন, এটা বুঝতে অসুবিধা হয় না। এরপরই আদালত মন্তব্য করে, এটা বুঝতে হবে, ‘পুরুষ সঙ্গী সবসময় ভুল নয়।’ এই যুক্তিতেই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খারিজ করা হয়।
6d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃজনশীল কর্মে উন্নতি ও প্রশংসালাভ। অপ্রয়োজনীয় ব্যয় যোগ। আধ্যাত্মিক ভাবের বৃদ্ধি ও আত্মিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৭ টাকা৮৪.৫১ টাকা
পাউন্ড১০৪.১৬ টাকা১০৭.৬৩ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা