দেশ

নিটের প্রশ্ন জোগাড় করতে ৩০ লক্ষ করে দিয়েছেন বিহারের পরীক্ষার্থীরা

পাটনা ও নয়াদিল্লি (পিটিআই): নিট দুর্নীতিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য! প্রশ্নপত্র ফাঁসের জন্য বিহারের একাধিক নিট পরীক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে দালালরা নিয়েছেন ৩০ লক্ষেরও বেশি টাকা। বিহারের আর্থিক দুর্নীতিদমন শাখার (ইওইউ) প্রাথমিক তদন্তে এমনটাই জানা গিয়েছে। শনিবারই তদন্তকারী সংস্থার তরফে বিহারের ন’জন নিট পরীক্ষার্থীকে ডেকে পাঠানো হয়েছে। ‘সলভার গ্যাং’-এর সঙ্গে যোগাযোগের বিষয়ে জানার জন্য সোম ও মঙ্গলবার তাঁদের পাটনা অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। তাঁদের হাতে ইতিমধ্যেই সন্দেহভাজন ১৩ জন নিট পরীক্ষার্থীর রোল নম্বর এসেছে। তার মধ্যে চারজন গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত এই মামলায় ১৪ জন গ্রেপ্তার হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছেন এক জুনিয়র ইঞ্জিনিয়ার। ৫৬ বছরের ওই ব্যক্তির নাম সিকান্দার কুমার যাদবেন্দু। তিনি তাঁর ভূমিকার কথা স্বীকার করে নিয়েছেন। জানা গিয়েছে, তাঁর পাটনার অফিসে বসেই নীতীশ আর অমিত আনন্দ নামে দু’জন শিক্ষাক্ষেত্রে পরামর্শদাতা সংস্থা চালাত। সিকান্দার জেরায় জানিয়েছেন, তিনি একাধিক নিট পরীক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারপরই আর্থিক লেনদেনের বিষয়টি চূড়ান্ত হয়। সিকান্দারের দাবি, ৪ মে অমিত আর নীতীশ নিটের প্রশ্ন হাতে পান। এরপর পাটনার রামকৃষ্ণ নগরে একটি ‘সেফ হাউস’-এ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের জড়ো করা হয়। তাঁদের উত্তরগুলি মুখস্থ করানো হয়। জানা গিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের জন্য একেক জন পরীক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয়েছে ৩০ থেকে ৩২ লক্ষ টাকা করে।  
এদিকে, এ বছরের (৫ মে) নিট বাতিলের দাবিতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এবারের নিট-এ বসেছিলেন, এমন ২০ জন পরীক্ষার্থী এবছরের (৫ মে, ২০২৪) নিট বাতিলের দাবিতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। যাতে নতুন করে এই পরীক্ষা নেওয়া হয়, সেই বিষয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এবং সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ার দাবিও জানানো হয়েছে। পাশাপাশি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই বা কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবিও পেশ করা হয়েছে। শুক্রবারই এই বিষয়ে কেন্দ্র এবং এনটিএ-কে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্ত নিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়েছে। 
নিট বিক্ষোভকারীদের উপর পুলিসের জলকামান। শনিবার তিরুবনন্তপুরমে পিটিআইয়ের তোলা ছবি।
6d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃজনশীল কর্মে উন্নতি ও প্রশংসালাভ। অপ্রয়োজনীয় ব্যয় যোগ। আধ্যাত্মিক ভাবের বৃদ্ধি ও আত্মিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৭ টাকা৮৪.৫১ টাকা
পাউন্ড১০৪.১৬ টাকা১০৭.৬৩ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা