দেশ

যে কোনও সময় পতন হবে এনডিএ সরকারের: খাড়্গে

নয়াদিল্লি: ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে। আর তাই এই সরকার যে কোনও সময় পড়ে যেতে পারে। দিল্লির জোট সরকার নিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বেঙ্গালুরুতে তিনি মন্তব্য করেন, ‘মোদিজি জনাদেশ পাননি। এটা সংখ্যালঘু সরকার। যে কোনও সময় এই সরকার পড়ে যাবে।’ তবে কংগ্রেস সরকার ফেলার চেষ্টা করবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। খাড়্গে জানিয়েছেন, ‘আমরা সরকারকে কাজ চালাতে বাধা দেব না। কারণ এটি দেশের উন্নয়নের বিষয়। দেশকে শক্তিশালী করতে আমরা একসঙ্গে কাজ করব। আমদের প্রধানমন্ত্রীর অভ্যাস হল ভালো কোনও জিনিস চলতে না দেওয়া। তবে দেশের ভালোর জন্য আমরা সরকারকে সাহায্য করব।’
নির্বাচনের আগে চারশো পারের স্লোগান দিলেও সংখ্যাগরিষ্ঠতার অনেক আগেই থেমে গিয়েছে বিজেপি। ২৪০টি আসন এসেছে তাদের ঝুলিতে। জেডিইউ এবং টিডিপির সমর্থন নিয়ে নরেন্দ্র মোদিকে সরকার গড়তে হয়েছে। এর আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছিলেন, এনডিএ সরকার বেশিদিন টিকবে না। এবার কংগ্রেস সভাপতির মুখেও একই কথা শোনা গেল।
তবে খাড়্গের মন্তব্য নিয়ে পাল্টা মাঠে নেমেছে বিজেপিও। তামিলনাড়ুর বিজেপি সভাপথি কে আন্নামালাইয়ের বক্তব্য, ‘খাড়্গে যদি মনে করে থাকেন সরকার পড়ে যাবে, তাহলে উনি মুর্খের স্বর্গে বাস করছেন।’ এনডিএর শরিক জেডিইউয়ের তরফেও খাড়্গের বক্তব্যের সমালোচনা করা হয়েছে। দলের বিধান পরিষদ সদস্য নীরজ কুমার খাড়্গের বুদ্ধি নিয়েই প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে ১৯৯১ সালে কংগ্রেসের সরকার গঠনের কথা তুলে ধরেছেন নীরজ। তিনি জানান, সেবার কংগ্রেসও ২৪০টি আসনে জিতেছিল। বিভিন্ন ছোট দলের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গড়ে কংগ্রেস। প্রধানমন্ত্রী হন নরসিমহা রাও। নীরজের দাবি, ছোট দলগুলিকে ভেঙে দু’বছরের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পায় কংগ্রেস। নীরজের কটাক্ষ, কংগ্রেস এখন ৯৯-এর চক্করে আটকে গিয়েছে। যদিও কংগ্রেস সভাপতির পাশে দাঁড়িয়েছে বিরোধীদের জোট ইন্ডিয়ার সহযোগী আরজেডি। দলের মুখপাত্র ইজাজ আহমেদের বক্তব্য, ‘খাড়্গেই ঠিক। মানুষ মোদি সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। ভোটাররা মোদিকে পছন্দ করেননি। তাও তিনি ক্ষমতায় এসেছেন।’
6d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃজনশীল কর্মে উন্নতি ও প্রশংসালাভ। অপ্রয়োজনীয় ব্যয় যোগ। আধ্যাত্মিক ভাবের বৃদ্ধি ও আত্মিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৭ টাকা৮৪.৫১ টাকা
পাউন্ড১০৪.১৬ টাকা১০৭.৬৩ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা