দক্ষিণবঙ্গ

বিষ্ণুপুরের স্কুল মাঠে  যুবকের পচাগলা দেহ

সংবাদদাতা, বিষ্ণুপুর: সোমবার বিষ্ণুপুর শহরে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম বিপ্লব নাগ(৩৪)। তাঁর বাড়ি শহরের সঙ্কটতলায়। বিপ্লববাবু ষষ্ঠীর দিন থেকে নিখোঁজ ছিলেন। মিশন স্কুলের পাঁচিলের বাইরে ঝোপের মধ্যে এদিন তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় এক মহিলা ঝোপের মধ্যে ছাতুর খোঁজ করতে গিয়েছিলেন। তিনিই পচাগলা মৃতদেহটি দেখতে পান। তিনি স্থানীয় লোকজনদের খবর দেন। পরে পুলিস আসে। শহরের মাঝখানে স্কুলের পাঁচিলের গায়ে মৃতদেহ উদ্ধার হওয়ার খবর চাউর হতেই প্রচুর মানুষ ভিড় জমান। মৃতদেহের নীচের অংশ মাটি চাপা থাকায় তা নিয়ে সন্দেহ তৈরি হয়। মৃতের পরিবারের লোকজনের দাবি, বিপ্লবকে খুন করা হয়েছে। তাঁরা উপযুক্ত তদন্ত করে দোষীর শাস্তির দাবি তোলেন। পুলিস জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। খুন না আত্মহত্যা তার তদন্ত চলছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঙ্কটতলার বাসিন্দা বিপ্লবের মাত্র সাত মাস আগে বিয়ে হয়। তাঁর বাবা শম্ভুপদ নাগ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মী। তিনি সম্প্রতি ছেলেকে একটি মুদিখানা করে দেন। শম্ভুপদবাবু বলেন, ষষ্ঠীর দিন রাত ৯টার পর স্থানীয় এক যুবকের ফোন পেয়ে বিপ্লব বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর খোঁজ পাওয়া যায়নি। থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়। কিন্তু, সন্ধান পাওয়া যায়নি। এদিন বেলার দিকে স্কুলের মাঠের পাশে পাঁচিলের গায়ে একটি মৃতদেহ উদ্ধার হয়। পুলিস দেহ শনাক্ত করার জন্য ডেকেছিল। দেহে পচন ধরে যাওয়ায় বোঝা যায়নি। তবে ছেলের জুতো আমি চিনতে পেরেছি। ছেলেকে কেউ খুন করে প্রমাণ লোপাটের জন্য ঝোপের আড়ালে ফেলে দিয়েছে। দেহের নীচের অংশ মাটি চাপা দেওয়া হয়েছে। দোষীর চরম শাস্তি চাই। মৃতের স্ত্রী মামনি নাগ বলেন, ষষ্ঠীর দিন রাত ৯টার সময় একটি ফোন পেয়ে বেরিয়েছিলেন। একটু পরেই ফিরে আসবে বলে জানিয়েছিলেন। দেরি হওয়ায় ফোন করি। কিন্তু, ফোন বন্ধ ছিল। স্বামীর জামায় আমার নাম লেখা ছিল। তা দেখে আমি চিনতে পেরেছি।  শম্ভুপদবাবু বলেন, ছেলে সেভাবে রোজগার না করলেও আমার জমানো টাকা সে প্রচুর খরচ করত। অনেকেই তার কাছে টাকা ধার নিত। আমার অনুমান ধার দেওয়া টাকা চাওয়াতেই কেউ হয়তো ওকে খুন করেছে। যার ফোন পেয়ে আমার ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল পুলিসকে তার নাম জানানো হয়েছে। শুধু তাই নয়, বিপ্লব যেদিন নিখোঁজ হয়, সেদিন ওই যুবকের কাছে ছেলের খোঁজ নিতে গেলে সে অসংলগ্ন কথাবার্তা বলছিল।  স্থানীয় বাসিন্দারা বলেন, শহরের মাঝখানে অবস্থিত হলেও মিশন স্কুলের মাঠের চারপাশে ঝোপঝাড়ে ভর্তি। রাতে ওই মাঠে নানা ধরনের লোকের আড্ডা বসে। অসামাজিক কাজকর্মও চলে। সেখানে পুলিসের নজরদারি চালানো প্রয়োজন। পুলিস জানিয়েছে, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। একটি পরিবার মৃতদেহ শনাক্ত করেছে। মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। নিজস্ব চিত্র
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা