দক্ষিণবঙ্গ

বিপুল দুর্নীতির অভিযোগ বিশ্বভারতীর ৬টি বিভাগে

ইন্দ্রজিৎ রায়, বোলপুর: শান্তিনিকেতনের বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গেলেই দুর্নীতির প্রসঙ্গ টেনে আনতেন তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বলতেন, ‘বিশ্বভারতী হল দুর্নীতির আঁতুড়ঘর।’ তাৎপর্যপূর্ণভাবে তাঁর অবসরের ঠিক দশ মাসের মাথায় সেই দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড়  বিশ্বভারতী। সম্প্রতি ইউজিসি বিশ্বভারতীর গুরুত্বপূর্ণ ছ’টি বিভাগে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বলেছে। সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জবাবদিহিরও নির্দেশ দেওয়া হয়েছে। আর নিশানায় থাকা ওই আধিকারিকদের একটা বড় অংশ বিদ্যুৎবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে অনেকের দাবি। যদিও পুরো বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। 
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের যে ছ’টি বিভাগ ইউজিসি’র তিরে বিদ্ধ সেগুলি হল বেসরকারি নিরাপত্তা এজেন্সি, গভর্মেন্ট ই-মার্কেট, সম্পত্তি বিভাগ, লিগ্যাল সেল, অ্যাকাউন্টস ও ইঞ্জিনিয়ারিং। এই প্রতিটি বিভাগ থেকেই কোটি কোটি টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগ উঠেছে। ফলে, তদন্ত শুরু করলে অনেক রাঘববোয়াল বেকায়দায় পড়তে পারেন বলে মনে করছেন বিশ্বভারতীর কর্মী ও আধিকারিকদের একটা বড় অংশ। কেননা অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে। এমনটাও বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। তেমন হলে প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধেও অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছে অধ্যাপক সংগঠন ভিবিউফা। এমতাবস্থায় অভিযুক্তরা কী জবাব দেন, তার উপর নির্ভর করছে ইউজিসির পরবর্তী পদক্ষেপ। 
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও ইউজিসির সেক্রেটারি লোকেশকুমার জাংরা ও কম্পোট্রলার অ্যান্ড অডিটর  জেনারেল (ক্যাগ) তথ্য প্রমাণ সহ বিশ্বভারতীর আধিকারিকদের কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির বিষয়ে ই-মেল করেছিলেন জনৈক অতুল ভার্গব নামে এক ব্যক্তি। সেই প্রমাণ হাতে পেয়ে নড়েচড়ে বসে শিক্ষামন্ত্রক ও ইউজিসি। তড়িঘড়ি ইউজিসিকে পদক্ষেপ করার নির্দেশ দেয় মন্ত্রক। তার প্রেক্ষিতে অভিযুক্ত আধিকারিকদের জবাবদিহি চাওয়া হয়েছে। দুর্নীতিতে না কি সবার উপরে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বেসরকারি নিরাপত্তা বিভাগ। জানা গিয়েছে বিশ্বভারতীতে প্রতিদিন ২৭২ জন নিরাপত্তা কর্মীর মোতায়েন করার কথা। তাঁদের প্রত্যেকের বেতন মাসে ২৫ হাজার টাকা। কিন্তু বাস্তাবে দেখা যাচ্ছে, ২০০-২১০ জন নিয়োগ করা হয়েছে। অথচ, প্রতিমাসে ২৭২ জনেরই বেতন বাবদ বিল করত কর্তৃপক্ষ। অর্থাৎ, প্রতিবছর দু’ কোটি টাকা ভুয়ো বিলে লুট  হতো। এই টাকা চার থেকে পাঁচজন কর্মকর্তার মধ্যে ভাগাভাগি হতো বলে অভিযোগ। গভর্মেন্ট-ই-মার্কেটের মাধ্যমে প্রতিবছর বিশ্ববিদ্যালয় কেনাকাটি করে। সেক্ষেত্রেও কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ। আধিকারিকরা ক্ষমতার অপব্যবহার করে পণ্যের গুণমান ও পরিমাণের সঙ্গে আপোস করতেন। শুধু তাই নয়, ৫০ শতাংশ কমিশনের বিনিময়ে অভিযুক্তরা ভুয়ো বিল বানাতেন বলেও অভিযোগ। 
সম্পত্তি বিভাগের এক আধিকারিকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জমি বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। সেই টাকায় দামি ফ্ল্যাট, গাড়ি, সোনাদানা কেনার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শান্তিনিকেতনেও তিনি প্রাসাদোপম বাড়ি করেছেন বলে সূত্রের খবর। মামলা চলা সত্ত্বেও মোটা ঘুষ নিয়ে শান্তিনিকেতন ফায়ার ব্রিগেডের কাছে বিশ্ববিদ্যায়ের ওই জমি তিনি বিক্রি করেছেন বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ে অনেক অভিজ্ঞ জয়েন্ট রেজিস্ট্রার থাকা সত্ত্বেও একাধিক পদ আগলে তিনি একাই বসে। এর মধ্যে লিগ্যাল সেলও রয়েছে। 
বিদ্যুৎ চক্রবর্তী আমলে প্রায় ২৫০টি মামলা কলকাতা হাইকোর্টে রুজু হয়। মজার বিষয়, ইন্টারন্যাল অডিট অফিস আপত্তি জানানো সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে আইনজীবী বাছাইয়ের ক্ষেত্রে কোনও নিয়মনীতি মানা হয়নি বলে অভিযোগ। ফলে, এই গুরুত্বপূর্ণ বিভাগেও বড় ধরনের আর্থিক তছরূপ হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, অ্যাকাউন্ট ও ইঞ্জিনিয়ারিং বিভাগেও টেন্ডার সংক্রান্ত কোটি কোটি টাকার নয়ছয়ের অভিযোগ উঠেছে।  নিজস্ব চিত্র
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা