দক্ষিণবঙ্গ

শীত পড়তেই মরশুমি ফুলের চারা কিনতে ভিড় বাড়ছে পূর্বস্থলীর নার্সারিগুলিতে

সংবাদদাতা, কাটোয়া: শীতের মরশুম শুরু হতেই পূর্বস্থলীর নার্সারিগুলি থেকে দেদার বিক্রি হচ্ছে মরশুমি ফুলের চারা। বিভিন্ন গ্রামাঞ্চল, শহর থেকে ভিনরাজ্যেও পাড়ি দিচ্ছে পূর্বস্থলীর নার্সারির ফুলের চারা। অসম, বিহার ও ঝাড়খণ্ডে লরি করেও পাঠানো হচ্ছে ফুলের চারা। ভোর হতেই এলাকার বহু যুবক ফুলের চারা নিয়ে ট্রেনে চেপেও ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। বাসে-ট্রেনে এসে ভিড় জমাচ্ছেন গাছপ্রেমীরাও। এলাকার নার্সারি ব্যবসায়ীর মুখে হাসি ফুটেছে। 
গাঁদা, গোলাপ, টগর, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুলের চারা বিভিন্ন জেলা থেকে শুরু করে পড়শি রাজ্যগুলিতেও সাপ্লাই যায় শীতের শুরুতেই। অল্প দামে এই সময়েই সবাই বাড়িতে টবে ফুলের চারা লাগান। এখন থেকেই নার্সারিগুলিতে তুমুল ব্যস্ততা বেড়েছে। এখন চারা বিক্রি করে পূর্বস্থলীর বহু বেকার যুবক মোটা টাকা আয় করছেন। 
কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী-২ ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় ১০০ বিঘার কাছাকাছি জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে গাঁদা ফুল চাষই বেশি করেন তাঁরা। মেড়তলা, ঝাউডাঙা অঞ্চলের হালতুচড়া, পলাশপুলি প্রভৃতি এলাকায় বেশি ফুল চাষ হয়। গাঁদা, রজনীগন্ধা, গোলাপ সহ বিভিন্ন ধরনের ফুল চাষ হয়। তবে বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের চাষ বেশি হয় এই এলাকায়। আর এখান থেকে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে ফুল নদীয়া জেলার বেথুয়াডহরি, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজার, ভিন রাজ্যেও সরবরাহ করে থাকেন চাষিরা। এখানকার প্রায় বেশিরভাগ বাসিন্দাই বিঘার পর বিঘা জমিতে ফুল চাষ করে থাকেন। শুধু তাই নয়, পূর্বস্থলীজুড়ে কয়েক হাজার বিঘা জমিতে প্রায় ২০০-র কাছাকাছি নার্সারি রয়েছে। নার্সারি শিল্পের উপরেই কয়েক হাজার মানুষ নির্ভরশীল হয়ে রয়েছেন। পূর্বস্থলীজুড়ে নার্সারি ছড়িয়ে রয়েছে। শীতের মরশুমে বেশি ফুলের চারা বিক্রি হয়। ফলের চারাও সারাবছরে চাহিদা থাকে ব্যাপক। পূর্বস্থলীর পলাশপুলি এলাকার নার্সারি মালিক শঙ্কর দত্ত বলেন, এবার আশা করছি ভালোই চারা বিক্রি হবে। এখন মরশুম শুরু হচ্ছে। ভালোই বিক্রি হচ্ছে। ভিন রাজ্যেও যাচ্ছে ফুলের চারা। তবে আরও কিছুদিন পরে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি। চারা বিক্রেতা বসির বিশ্বাস, মাখনলাল সাহা বলেন, আমরা শীতের এই মরশুমের দিকেই সারা বছর তাকিয়ে থাকি। গত বছরের থেকে এবার বেশি বিক্রি হচ্ছে।-নিজস্ব চিত্র
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা