দক্ষিণবঙ্গ

গরিব তাঁতশিল্পীর অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা তুলে নিল প্রতারক

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: গরিব তাঁতশিল্পীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় ১ লক্ষ ৬ হাজার টাকা তুলে নিল প্রতারক। নদীয়া জেলার শান্তিপুর থানার বেলঘড়িয়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁতশিল্পী। বেলঘড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অরিজিৎ দাস দীর্ঘদিন ধরেই তিনি তাঁতশিল্পের সঙ্গে যুক্ত। স্বল্প রোজকারের মধ্যে থেকেই কিছু কিছু সঞ্চয় করেছিলেন ব্যাঙ্কে। বৃহস্পতিবার সকালে কিছু টাকার দরকার হওয়ায় স্থানীয় একটি এটিএমে গিয়েছিলেন টাকা তুলতে।  কিন্তু টাকা তুলতে সমস্যা হয়। সেসময় সেখানে একজন অপরিচিত যুবক দাঁড়িয়ে ছিল। ওই যুবককেই সাহায্যের জন্য ডাকেন অরিজিৎবাবু। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে টাকা তোলা যায়নি। তিনি এটিএম কার্ড নিয়ে বাড়ি চলে আসেন। কিছুক্ষণ পর থেকেই তাঁর ফোনে টাকা তোলার একের পর একই মেসেজ ঢুকতে থাকে। তড়িঘড়ি মোবাইল খুলে অরিজিতবাবু দেখেন, ১১ দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৬ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে গোটা বিষয়টি জানিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হন অরিজৎবাবু। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। যদিও পুলিস কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা